
নওগাঁর রাণীনগর উপজেলায় ধারের ৪০০ টাকা ফেরত না দেওয়ায় এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ছুরিকাহত মো. সুজন ভবানীপুর গ্রামের বাসিন্দা। তাকে ছুরিকাঘাত করেছেন একই গ্রামের আরেক যুবক নয়ন।
সুজনকে রাতেই উপজেলা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, ছুরিকাঘাতে সুজনের হাতে ও পিঠে গভীর ক্ষত হয়েছে। ক্ষতস্থানে ৪-৫টি সেলাই দিতে হয়েছে।
সুজন জানান, কয়েক দিন আগে নয়নের কাছ থেকে ৪০০ টাকা ধার নেন তিনি। কাছে টাকা না থাকায় ধার শোধ করতে পারছিলেন না। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে কাজের খোঁজে বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মাস্টারপাড়া এলাকায় নয়নের সঙ্গে দেখা হয়। তখন নয়ন ধারের টাকা ফেরত চাইলে কয়েকদিন পরে দেওয়ার কথা জানান। এ সময় নয়ন ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে তার হাতে ও পিঠে আঘাত করেন।
এ বিষয়ে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ কালবেলাকে বলেন, ঘটনা জানার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত ভুক্তভোগী এবং তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।