পিরোজপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম

মানচিত্রে পিরোজপুর।
মানচিত্রে পিরোজপুর।ছবি : সংগৃহীত

পিরোজপুর নেছারাবাদের ৯ নম্বর ওয়ার্ডের সোহাগদল গ্রামে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন ফারজানা আক্তার (২৮) নামের এক গৃহবধূ। এদের মধ্যে চারটি পুত্র ও একটি মেয়ে সন্তান।

জন্মের সময় একটি বাচ্চা মৃত হলেও বাকি চারটি জীবিত ছিল। তবে বাচ্চাগুলো অপরিপক্ব থাকায় জন্মের কিছু সময় পর একে একে সবগুলো বাচ্চা মারা যায়।

মানচিত্রে পিরোজপুর।
পিরোজপুরে মুক্তা হত্যা মামলার সব আসামি খালাস

ঘটনাটি ঘটেছে আজ ১০ ফেব্রুয়ারি সকাল ৮টার সময় সোহাগদল মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, আলকিরহাট কমিউনিটি সেন্টারে। গৃহবধূ ফারজানা আক্তার মো. ফারুক হোসেনের মেয়ে।

সোহাগদল মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফডব্লিউবি সাবরিনা আক্তার বলেন, ফারজানা আক্তারের গর্ভের বয়স মাত্র ৬ মাস। তাই বাচ্চাগুলো বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। নরমাল ডেলিভারি হয়েছে, মা সম্পূর্ণ সুস্থ আছে।

ফারজানা আক্তারের ঘরে ৭ বছর বয়সী জান্নাতুল নামের একটি কন্যা সন্তান রয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com