সজীব নন্দন দেব, সুনামগঞ্জ
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে জমি পতিত থাকার শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

সুনামগঞ্জে জমি পতিত থাকার শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

সুনামগঞ্জের দেখার হাওরের পানি একেবারেই শুকিয়ে গেছে। এতে পৌষের শুরুতেই জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এতে ইচ্ছা থাকা সত্ত্বেও জমি চাষাবাদ করতে পারবেন না কৃষকরা। দেখার হাওর ছাড়াও শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের জামখলা হাওর, পূর্ব পাগলার কাঁচিভাঙ্গা, আইডরা, বড়কূল, দেখার হাওরের পূর্বাংশ, পশ্চিম পাগলা ইউনিয়নের নাগডরা, তেছারকোনার পশ্চিমাংশ, ডুকলাখাই, পূর্ব বীরগাঁও ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের রাঙামাটি, শল্যার দাইর, খাই হাওরের অবস্থাও অনেকটা এমনই। সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দেখার হাওরের উপরের দাইর এলাকার বেশিরভাগ জমিতে গেল বোরো মৌসুমে চাষাবাদ হয়েছে। এবার উপরের দাইর এলাকার জমিতে জমি রোপণের কোনো ব্যবস্থা নেই। জমি শুকিয়ে কাঠ হয়ে আছে। ফাটল ধরেছে জমির মাটিতে।

স্থানীয় কৃষক এনামুল করিম বলেন, হাওরে পানি দ্রুত কমে যাওয়ায় চাষাবাদে কৃষকরা উৎসাহ হারিয়েছেন। নদী-খাল ভরাট হয়ে শুকিয়ে গেছে। সেচ দেওয়ার ব্যবস্থা নেই। এ কারণে বেশির ভাগ জমি পতিত থাকবে। জেলার সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে বিস্তৃত দেখার হাওর। জানা গেছে, দোয়ারাবাজার ও শান্তিগঞ্জ উপজেলা অংশের দেখার হাওরেও একই অবস্থা।

জেলার অনেক হাওরের পানি এবার আগেভাগে নেমে যাচ্ছে। এ কারণে অনেক বোরো জমি এ বছর চাষাবাদ নাও হতে পারে। কৃষকরা বলছেন, গেল জুনের ভয়াবহ বন্যায় জমি-খাল-ডোবায় বেশি পলি পড়েছে, পানি আটকে রাখার বাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে পানি সহজেই নিচের দিকে নেমে গেছে। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলরাও একই ধরনের মন্তব্য করেছেন। আবহাওয়াবিদরা অবশ্য বলেছেন, ভাটিতে পানি নেই, এজন্য উজানের পানি দ্রুত নামছে।

জমির মালিক ইরান উদ্দিন বলেন, অনেকে আমার জমি চাষ করেন। জমিতে পানি না থাকার কারণে ও খরচ বেশি হবে এই ভয়ে এ বছর যারা জমি চাষের জন্য নিয়েছিলেন তারা জমি ফিরিয়ে দিচ্ছেন। এসব জমি এ বছর পতিত থাকবে।

জেলার বিশ্বম্ভরপুরের করচা, আঙ্গারুলি, জামালগঞ্জের হালি, তাহিরপুরের শনি, মাটিয়ান, দিরাই-শাল্লার ছায়া, কালিকোটা, জগন্নাথপুরের নলুয়ার হাওরসহ বড় হাওরগুলো থেকে এবার পানি দ্রুত নামছে। এ কারণে কৃষকদের মধ্যে চাষাবাদ নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বিমল চন্দ্র সোম বললেন, কৃষকরা জানিয়েছেন, পানি গত বছরের চেয়ে তিন-চার দিন আগে এবার নামতে শুরু হয়েছে। তবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেচের ব্যবস্থা করা হচ্ছে। সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমেও সেচের ব্যবস্থা করা হবে। আশা করছি, চাষাবাদ বিঘ্নিত হবে না।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বললেন, বন্যায় বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙেছে। বাঁধ নিচু হয়েছে। এজন্য কোনো কোনো স্থান দিয়ে পানি নদীতে যাচ্ছে। পানি নিয়ন্ত্রণের জন্য পরিকল্পিত প্রকল্প নেওয়া জরুরি। হাওরের ওপর স্টাডি হচ্ছে। কোন হাওরে পানি নিয়ন্ত্রণের জন্য কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যেমন—কোথাও রাবারড্যাম, কোন হাওরে রেগুলেটর, আবার কোথাও লাগবে পাইপ আউটলেট। এসব উন্নয়ন পরিকল্পিতভাবে হলে এই সমস্যা থাকবে না। পানি প্রয়োজন মোতাবেক আটকানোও ছাড়া যাবে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বললেন, নভেম্বর ও ডিসেম্বর মাসে দীর্ঘ মেয়াদি খরা ছিল। ভাটির দিকে বৃষ্টি কম হওয়ায় মেঘনা বেসিনের ডাউনের দিকে অন্যান্য বছরের চেয়ে পানি কম আছে। এজন্য পানি দ্রুত নামছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে (২৭ ডিসেম্বর) বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের আন্দোলন, পরীক্ষার রুটিনে পরিবর্তন আনল জাতীয় বিশ্ববিদ্যালয়

ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক

ইরানে হামলার খবর এক দিন আগেই যেভাবে পেল যুক্তরাষ্ট্র

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৪ / বিশ্বকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের দাবি তরুণদের

বিমানবন্দরের টার্মিনাল ভেঙে ঢুকে গেল বাস, নিহত প্রকৌশলী

স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

জুভেন্তাসের বিরুদ্ধে বড় জয় রোনালদোর

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন / ভোট শেষে গণ্ডগোলের আশঙ্কা

ছাত্রলীগ নেতার পর এবার আ.লীগ নেতার ভিডিও ভাইরাল

কেন ৪৪ দিন ধরে চলবে ভারতের নির্বাচন

১০

সরকারের প্রত্যেকটি অন্যায়ের রেকর্ড আছে : রিজভী

১১

স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে: প্রতিমন্ত্রী

১২

শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

১৩

ইসরায়েলি হামলার পর ইরান এখন কী করবে

১৪

ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

১৫

১৩ বছর পর বাংলাদেশে আসছে জাল ব্যান্ড

১৬

নতুন ওয়েব ফিল্মে মেহজাবীন

১৭

আওয়ামী লীগ দেশকে মগের মুল্লুকে পরিণত করেছে : মির্জা ফখরুল

১৮

দুই হলুদের পরও মার্তিনেজ কেন পেলেন না লাল কার্ড?

১৯

রাজধানীর শিশু হাসপাতালে আগুন

২০
*/ ?>
X