মোটরসাইকেলকে চাপা দিল ট্রাক, দম্পতি নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ওসি আতিকুল ইসলাম।

নিহতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের আব্দুল ওহাব আকন্দ (৩৩) ও তার স্ত্রী তামান্না আক্তার (২২)। ওহাব একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রা থেকে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে গাইবান্ধা যাচ্ছিলেন ওহাব। খাড়াজোড়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই দম্পতি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ কর্মকর্তা আতিকুল জানান, স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারের পর তাদের পরিবারকে খবর দেওয়া হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়েছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com