বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।প্রতীকী ছবি

নরসিংদীতে বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আজ বৃহস্পতিবার সকালে নরসিংদী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আমির হামজা ও মজিবর রহমান। তাদের মধ্যে মজিবর অটোরিকশার চালক ছিলেন। আহত চারজন হলেন গাজীপুরের টঙ্গী এলাকার ঝর্ণা, তনুশ্রী ও তাপসী এবং টাঙ্গাইলের কাজলা দাস।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নরসিংদী সদরের পাঁচদোনা মোড় থেকে একটি অটোরিকশা ঘোড়াশালের উদ্দেশে ছেড়ে যায়। ভাটপাড়া এলাকায় সিলেটগামী এনা পরিবহনের বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও চারজন আহত হন।

স্থানীয়রা আহতদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকেই ঢাকায় পাঠিয়েছেন।

জেলা ট্রাফিক পুলিশের টিআই সালে আহমদ জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর চেষ্টা চলছে। বাস নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় এর চালক-হেলপারকে আটক করা যায়নি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com