ইয়াবা পাচারের সময় এপিবিএনের এসআই সস্ত্রীক আটক

আটক রেজাউল করিম।
আটক রেজাউল করিম। ছবি : সংগৃহীত

পাচারের সময় কক্সবাজারে ২০ হাজার পিস ইয়াবাসহ ১৬ এপিবিএনের এসআই রেজাউল করিমকে সস্ত্রীক আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তর টেকনাফের বিশেষ জোন। গতকাল শুক্রবার রাতে কক্সবাজারের কলাতলী গ্রিনলাইন সার্ভিসের কাউন্টার থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় কক্সবাজার মডেল থানায় মামলা করা হয়েছে। আটক রেজাউল সিরাজগঞ্জের বেলকুচির রাজপুর ইউনিয়নের সমেশপুর এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে ও রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএনে এসআই বলে জানা যায়। তার স্ত্রীর নাম মলিনপাশা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক মো. রুহুল আমিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রেজাউল করিমের স্ত্রীর ব্যাগের তালা খুলে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, আটকের পর রেজাউল করিম স্বীকার করেছেন, এর আগেও অনেকবার তিনি ইয়াবা নিয়েছেন। ইয়াবাগুলো রোহিঙ্গাদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে বলেও স্বীকার করেছেন তিনি। এ ঘটনায় তাদের দুজনকেই আসামি করে মামলা করা হয়েছে।

১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. হাসান বারী নূর বলেন, সাত-আট মাসে ধরে এসআই রেজাউল করিম ১৬ এপিবিএনে কর্মরত আছেন। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com