গুরুদাসপুরে দুই ভাইকে কুপিয়ে জখম, নিহত ১

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।ছবি : কালবেলা

নাটোরের গুরুদাসপুরে চাঁচকৈড় হাটে প্রকাশ্যে দুই ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এতে একজন নিহত এবং আরেকজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার চাঁচকৈড় হাটের দিনে বেলা ১১টার দিকে বাজারের ট্রাঙ্কলরি ক্যাভার্ডভ্যান শ্রমিক অফিসের সামনে এ ঘটনা ঘটে। গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হেলাল সরদার (৩৮) খামারনাচকৈড় মহল্লার বাসিন্দা। আহত শিশির সরদার (২৩) হেলাল সরদারের ছোট ভাই।

এ ঘটনায় চাঁচকৈড় বাজার এলাকার মো. তোহা জামাদার (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নাম না প্রকাশ করার শর্তে চাঁচকৈড় বাজারের এক রসুনের আড়তদার জানান, মঙ্গলবার চাঁচকৈড় হাটের ট্রাঙ্কলরি কাভার্ড শ্রমিক অফিসের সামনে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে হেলাল সরদার ও তার ছোট ভাই শিশির সরদারের ওপর অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি কোপানোর ফলে হেলালের পেটের ভুঁড়ি বেরিয়ে আসে এবং শিশির গুরুতর আহত হন। এ সময় কোপের ভয়ে কেউ তাদের বাঁচাতে যায়নি। পরে দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয়রা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের কোপে হেলাল সরদারের পুরো শরীরে জখম হয়। হেলাল সরদারকে হাসপাতালে নিয়ে আসার পরই মারা যান। তার ছোট ভাই শিশিরের অবস্থাও খুবই গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
প্রবাসীকে চোখ বেঁধে নির্যাতন, ডিবির ২ পুলিশ ক্লোজড

ওসি আব্দুল মতিন বলেন, পূর্ব শত্রুতা ও বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. তোহা জামাদার নামে একজনকে আটক করা হয়েছে। নিহত হেলাল সরদারের লাশ ময়নাতদন্তের জন্য নাটোরে সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com