শিশুরাই আগামী দিনের স্মার্ট দেশ গড়ার কারিগর : ড. জাফর ইকবাল

কেন্দুয়ায় বইমেলার অনুষ্ঠানে ড. মুহম্মদ জাফর ইকবালসহ অতিথিরা।
কেন্দুয়ায় বইমেলার অনুষ্ঠানে ড. মুহম্মদ জাফর ইকবালসহ অতিথিরা।ছবি : কালবেলা

আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট দেশ গড়ার কারিগর হবে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। গতকাল শনিবার নেত্রকোনায় কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বইমেলায় উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

শিশুদের উদ্দেশে জাফর ইকবাল বলেন, ‘আমি এই কেন্দুয়ার লোক। এখানেই আমার জন্মস্থান। তোমাদের আনন্দ নিয়ে পড়তে হবে। বই ব্রেইনকে ওয়াশ করে। সবাইকে দেশ নিয়ে ভাবতে হবে এবং স্মার্ট দেশ গঠন করতে হবে। তোমাদেরও নোবেল পেতে হবে। অল্প সময় সুন্দরভাবে বাঁচতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, রক্ত দান করে সবাইকে উৎসাহিত করতে হবে, রক্ত দান করে জন্মদিন পালন করতে হবে, অন্যকে নিয়ে ভাবতে হবে, অন্যের জন্য কিছু একটা করতে হবে। এ দেশকে স্মার্ট দেশ গড়ার দায়িত্ব তোমাদেরই নিতে হবে।’

আলোচনা শেষে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন জাফর ইকবাল। এরপর শত শত শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন এবং অটোগ্রাফ দেন।

এর আগে গতকাল দুপুর ১২টার দিকে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে এসে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ড. জাফর ইকবাল। এরপর তিনি বিভিন্ন শিক্ষক ও সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সভা শেষে কুদ্দুস বয়াতিসহ দেশের বিশিষ্ট লোকসংগীতশিল্পী সংগীত পরিবেশন করেন।

গত বৃহস্পতিবার থেকে কেন্দুয়ায় বইমেলা শুরু হয়। প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর, উদ্বোধন করেন কেন্দুয়া আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল। দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর।

তিন দিনব্যাপী এ বইমেলায় শনিবার সমাপনী অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনের সভাপতিত্বে এবং লাইমুন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার সহকারী জেলা প্রশাসক আব্দুল্লাহ মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল কাদির ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা, কেন্দুয়া থানার ওসি আলী হোসেন, বিশিষ্ট আদিবাসী গবেষক আলী আহমদ আইয়োব, লোকসাহিত্য গবেষক ও ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com