কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে : আইজিপি

পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে : আইজিপি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুলিশ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদকসহ যে কোনো অপরাধ মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের সক্ষমতা আগের চেয়ে বেড়েছে বলেও জানান তিনি।

আজ শনিবার দুপুরে সিলেট পুলিশ লাইনসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনে পুলিশের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচনকালে নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করবে।’

আইজিপি বলেন, বর্তমানে পুলিশের জনবল বৃদ্ধি পেয়েছে, পুলিশকে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফলে পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। একটা সময় ছিল যখন কোনো মামলার ‘ক্লু’ বের করা ছিল অনেক কঠিন। বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতা, প্রশিক্ষণ ও জনবল বাড়ার কারণে মামলা তদন্তে ব্যাপক সফলতা এসেছে। এ ক্ষেত্রে ভবিষ্যতে আরও সাফল্য আসবে।

পুলিশপ্রধান বলেন, প্রবাসীদের মাধ্যমে দেশে রেমিট্যান্স আসে। প্রধানমন্ত্রী প্রবাসীদের প্রতি সহানুভূতিশীল। তাদের কল্যাণে পুলিশ হেডকোয়ার্টার্সে একটি ডেস্ক রয়েছে। এখানে ২৪ ঘণ্টা হটলাইন চালু রয়েছে। প্রবাসীরা তাদের যে কোনো সমস্যায় যোগাযোগ করলে আমরা তাকে সহযোগিতা করে থাকি। এ ছাড়া, প্রবাসীদের আত্মীয়স্বজন জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে যোগাযোগ করলেও সেবা দেওয়া হয়।

মাদক সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, মাদক একটি সামাজিক সমস্যা। মাদকের বিরুদ্ধে পুলিশের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলখানায় বেশিরভাগ আসামিই মাদক মামলার।

তিনি আরও বলেন, ‘মাদকের বিস্তার রোধে আমরা গণমাধ্যমসহ সমাজের সকলের সহযোগিতা পাচ্ছি।’ সন্তান কোথায় যায়, কার সঙ্গে মিশে সে সম্পর্কে খোঁজ-খবর রাখার জন্য পিতা-মাতার প্রতি অনুরোধ জানান তিনি।

পরে আইজিপি প্রধান অতিথি হিসেবে সিলেট রেঞ্জ, সিলেট জেলা পুলিশ, সিলেট মহানগর পুলিশ ও সিলেটের সব পুলিশ ইউনিটের সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় মিলিত হন।

আইজিপি সিলেটে ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ এবং মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক ‘স্মৃতি-৭১’ এ পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতাল ভবনের তৃতীয় ও চতুর্থ তলা এবং শহীদ পুলিশ পরিদর্শক চৌধুরী মোহাম্মদ আবু কয়ছর বিপিএম ভবন উদ্বোধন করেন। তিনি পুলিশ লাইন্সে কৃষ্ণচূড়া ও সাতকরা গাছের চারা রোপণ করেন।

এ ছাড়া আইজিপি গতকাল শুক্রবার রাতে সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষকদের সঙ্গে এআইইউবি’র চুক্তি স্বাক্ষর ও চেক হস্তান্তর

হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

চমক রেখেই টাইগারদের প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড ঘোষণা

ভক্তদের জন্য সুখবর / আবারও ডন হয়ে আসছেন শাহরুখ

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন আগামী ৫ জুন

তীব্র দাবদাহেও রাতে কাঁথা গায়ে ঘুমান উত্তরবঙ্গের মানুষ

অতিরিক্ত গরম থেকে বাঁচার আমল

সাত পদে ১৪ শিক্ষক নিয়োগ দিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সনদ বাণিজ্য / কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী কারাগারে

১৫ রুটে ট্রেনে ভাড়া যত বাড়ল

১০

রাজধানীতে ইসা ছাত্র আন্দোলনের পানি বিতরণ

১১

ইইউ’র নিষেধাজ্ঞা নিয়ে কড়া জবাব ইরানের

১২

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে স্মৃতি মান্ধানারা

১৩

কারিগরি বোর্ডের চেয়ারম্যান গ্রেপ্তার হতে পারেন : ডিবির হারুন

১৪

রুমা ছাত্রলীগ সভাপতিসহ কেএনএফের ৭ সহযোগী কারাগারে

১৫

২৩ এপ্রিল বিশ্ব বই দিবস / নিজের মতো বই পড়ার অধিকার

১৬

ঢাবির আইন বিভাগ / ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিক্ষার্থীকে চেয়ারম্যানের শোকজ ও হুমকি

১৭

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৮

পদ্মায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু

১৯

ভূমি কর্মকর্তাকে বেধড়ক পেটালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা, অতঃপর...

২০
*/ ?>
X