গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু

মরদেহ।
মরদেহ।প্রতীকী ছবি

গাজীপুরে আলাদা স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তিসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শহীদুল ইসলাম হিরু বলেন, শনিবার গভীর রাতে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ধীরাশ্রম স্টেশনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান মানসিক প্রতিবন্ধী নাজমুল হাসান। এ ছাড়া একই দিন সাড়ে ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com