
বগুড়ার ঐতিহ্যবাহী সংগঠন কাহালু থিয়েটারের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে চার দিনব্যাপী দুই বাংলার নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার আতপুর জাগৃতি থিয়েটারের পরিবেশনায় ছায়া নাটক মঞ্চায়নের মাধ্যমে দুই বাংলার নাট্যকর্মীদের মিলন মেলার সমাপ্তি ঘটে।
গত রোববার থেকে শুরু হওয়া দুই বাংলার নাট্যোৎসবে পর্যায়ক্রমে বগুড়া শংসপ্তক থিয়েটারের পরিবেশনায় ভাগীরতীর ভাগ্যরত, পশ্চিমবঙ্গের ব্যান্ডেল আরোহী থিয়েটারের পরিবেশনায় রাত কত হলো, কোলকাতা ঢাকুরিয়া চন্দ্রদ্বীপ থিয়েটারের পরিবেশনায় আস্তরাগ, হুগলি জেলার বাঁশবেড়িয়া সন্ধ্যাভারতী থিয়েটারের পরিবেশনায় বিকলাঙ্গ কে? ও সমাপণী দিনে আতপুর জাগৃতি থিয়েটারের পরিবেশনায় ছায়া নাটক মঞ্চায়ন করা হয়।
সমাপণী দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, বগুড়া জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান।