
গাজীপুর সিটি করপোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের প্রচারের সময় হামলা ও তাকে বহন করা গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে প্রার্থী জায়েদা খাতুন, তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং তার ক্যামেরাপারসন সুলতানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানার ৪৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোপালপুরে এ ঘটনা ঘটে।
কী ঘটেছিল
জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মা জায়েদা খাতুন ও আমাকে হত্যার উদ্দেশ্যে টঙ্গীর গোপালপুর এলাকায় রবিউল, পাইলট ও খান সুমনসহ ৮-১০ জন সন্ত্রাসী পাইপ ও হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালায়। ওই সময় তাদের কেউ কেউ আমাদের দিকে ইট ছুড়ে মারে।’
তিনি আরও বলেন, ঘটনাটি কয়েকজন সাংবাদিক ভিডিও ধারণ করলে তাদের ক্যামেরা ও মোবাইল ফোন সন্ত্রাসীরা ছিনিয়ে নেয়।
এদিকে ঘটনাটি কয়েকজনকে ফেসবুক আইডি থেকে লাইভ করতে দেখা গেছে। লাইভে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে দোষারোপ করতে শোনা গেছে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।