ত্রিশালে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনায় পড়ে থাকা মোটরসাইকেল।
সড়ক দুর্ঘটনায় পড়ে থাকা মোটরসাইকেল।ছবি : কালবেলা

ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৭টার দিকে ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের বইন্যার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কে একটি মোটরসাইকেলে করে চালকসহ দুজন কোথাও যাচ্ছিল। হয়তোবা কোনো গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সড়কের ওপর মোটরসাইকেল পড়ে আছে। সেজন্য বোঝা যাচ্ছে না আরোহীরা কোন দিকে যাচ্ছিল।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com