রাণীশংকৈলে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

রাণীশংকৈলে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিভিন্ন বাম দলের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন বিএনপি নেতা প্রভাষক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

ওই সময় রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ আলিফ ও সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com