
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের জায়গা দখল করে জাতীয় পার্টির (জাপা) উপজেলা শাখার স্থায়ী পাকা কার্যালয় নির্মাণ করা হচ্ছে। শহরের শেরেবাংলা সড়কে রেলপথের কেবিনের পাশে রেললাইন ঘেঁষে এ নির্মাণকাজ চলছে। এর সন্নিকটেই সৈয়দপুর রেলওয়ে স্টেশন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় জাপার সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার কার্যালয় ছিল শহীদ ডা. আব্দুল মজিদ সড়কে রেলওয়ের বহুতল ভবনের নিচে। এরপর সেটি সাবেক জাপার সংসদ সদস্য শওকত চৌধুরীর ‘চৌধুরী টাওয়ারে’ নিয়ে যাওয়া হয়। পরে রেলপথের কেবিনেটের পাশে রেলের জায়গায় টিনের বেড়া ও ছাউনি দিয়ে রাতারাতি ঘর তৈরি করা হয়। সেখানে অস্থায়ী কার্যালয় লেখা সাইনবোর্ডও টাঙানো হয়। টিনশেড ঘরটির জায়গায় এখন পাকা করা হচ্ছে।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বেড়ার টিন খুলে ইটের গাঁথুনি দেওয়া হচ্ছে। বেশ কয়েকজন রাজমিস্ত্রি ও তাদের সহকারী মিলে কাজ করছেন। সেখানে নির্মাণকাজ তদারকি করছেন জাপার উপজেলা শাখার সদস্য সচিব জি এম কবির মিঠুসহ নেতাকর্মীরা।
এ বিষয়ে জাপা নেতা জিএম মিঠু বলেন, ‘অনেকে রেলওয়ের জায়গা দখল করে অনেক বড় বড় অবকাঠামো করছেন। আমরা স্বল্প জায়গায় একটি দলীয় অফিস নির্মাণ করছি মাত্র। সরকারি কোনো বরাদ্দ থেকে নয়, নেতৃস্থানীয় জাপা নেতারা দলীয় কার্যালয়টি নির্মাণের সব ব্যয় নির্বাহ করছেন।’
জানতে চাইলে সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধা বলেন, ‘শুনেছি, বিষয়টি রেলওয়ে থানাকে লিখিতভাবে জানানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’
সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. ওবাইদুল জানান, রেললাইন ঘেঁষে জাপার স্থায়ী পাকা কার্যালয় নির্মাণের বিষয়টি রেলওয়ে পাকশী বিভাগকে লিখিতভাবে জানানো হয়েছে। এ ছাড়া সৈয়দপুর রেলওয়ে থানাকেও জানানো হয়েছে।