হকার সেজে দুই ডাকাতকে গ্রেপ্তার পুলিশের

গ্রেপ্তার ডাকাত দলের দুই সদস্য।
গ্রেপ্তার ডাকাত দলের দুই সদস্য।ছবি : কালবেলা

ভাঙাড়ি মালের হকার সেজে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে কুমারখালী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পাবনা সদর উপজেলার রাধাকান্তপুর এলাকা থেকে তারা গ্রেপ্তার হন।

আজ শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ডাকাতরা হলেন—মো. রাকিবুল ইসলাম (২৬) ও মো. সেলিম রেজা (৩৪)। তারা দুজনেই পাবনা সদর উপজেলার রাধাকান্তপুর এলাকার বাসিন্দা।

ঘটনার প্রেক্ষাপট

পুলিশ জানায়, অস্ত্র নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতচক্রের আটজন সদস্য গত ১৬ জানুয়ারি রাতে উপজেলার চর সাদিপুর ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের গরু ব্যবসায়ী আরব আলীর বাড়িতে প্রবেশ করেন। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা ওই ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ ৪০ হাজার টাকা নিয়ে মাইক্রোবাসে করে পালানোর চেষ্টা করে।

ওই সময় ডাকাতের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে ডাকাতদল মনিরুল ইসলাম নামের একজনকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী মনিরুলকে মারধর করে পুলিশে সোপর্দ করে।

ঘটনার পরদিন ওই ব্যবসায়ী চারজন অজ্ঞাতপরিচয়ে আসামিসহ আটজনের নামে থানায় মামলা করেন। মামলায় মনিরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, মনিরুলের দেওয়া তথ্যানুসারে ভাঙাড়ির মালের হকার সেজে অভিযান চালিয়ে রাকিবুল ও সেলিম রেজাকে গ্রেপ্তার করে পুলিশ।

আসামিদের আদালতে নেওয়া হচ্ছে।
আসামিদের আদালতে নেওয়া হচ্ছে।ছবি : কালবেলা

যা বলছেন পুলিশ কর্মকর্তা

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, পুলিশের একজন এসআই হকার ছদ্মবেশে ডাকাতদলের এক সদস্যকে নজরদারিতে রাখেন। পরে ফোর্স নিয়ে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠান। চক্রটি কুষ্টিয়া, মেহেরপুর ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে। আসামিরা ডাকাতির ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com