
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভায় বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১টায় পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো আবদুর রহমান ফাহিম (৭) ও তার বড় বোন ফাহিমা আক্তার। তারা একই এলাকার মৃত মো. শাহজাহান ভূঁইয়ার সন্তান।
জানা যায়, ফাহিম টিউবওয়েলের সঙ্গে যুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে ফাহিমা তাকে বাঁচতে যায়। এতে সেও ওই তারে জড়িয়ে যান। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মো. মোরশেদ হেলালী ভূঁইয়া নামে এক বাসিন্দা জানান, ফাহিম বিদ্যুতের তারে জড়ালে ফাহিমা তাকে উদ্ধার করতে গেলে সে নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে যায়। ফাহিম শারীরিক প্রতিবন্ধী ও ফাহিমা বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। ফাহিমা স্থানীয় মেহের উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়তো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান বলেন, ‘আমরা তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পেয়েছি। তাদের পরিবার জানিয়েছে তারা বিদ্যুতায়িত হয়েছে।’
শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ বিষয়ে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।