শিশুসন্তানকে নিয়ে নারীর বিষপান, দুজনেরই মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে দেড় বছরের শিশুকে নিয়ে বিষপান করেছেন এক নারী। তাদের দুজনেরই মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন, রাকিব মিয়ার স্ত্রী ফেরদৌসী বেগম (২৪) ও তার দেড় বছরের ছেলে আহসাফ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি এনজিও থেকে ১ লাখ ২০ হাজার টাকা ঋণ নেন ফেরদৌসী বেগম। ঋণের কিস্তি পরিশোধ করা নিয়ে বেশ কয়েক দিন ধরে স্বামীর সঙ্গে তার ঝামেলা চলছিল। সেই কলহের জেরে আজ সকালে ফেরদৌসী প্রথমে ছেলে আহসাফকে বিষ খাওয়ান এবং নিজেও খান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ফেরদৌসীকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে ৪ ঘণ্টা পর তিনিও মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রায়পুরা থানার এসআই বাপ্পী কবিরাজ বলেন, দুজনেরই বিষপানে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com