পরমাণু গবেষণা কেন্দ্রের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৫

শুক্রবার সাভারে পরমাণু গবেষণা কেন্দ্রের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে।
শুক্রবার সাভারে পরমাণু গবেষণা কেন্দ্রের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে।ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের নির্মাণাধীন ১২ তলা একটি ভবনের ছাদ ধসে কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে সাভারের আশুলিয়ার গণকবাড়ীর গবেষণা কেন্দ্রের মেডিকেল ইনস্টিটিউটের জন্য বরাদ্দকৃত ভবনটির নির্মাণাধীন ছাদ ধসে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটির ছাদের ঢালাইয়ের জন্য কাঠামো নির্মাণ করা হচ্ছিল। সেখানেই বেঁধে রাখা রডের কাঠামোটি ধসে পড়ে। এতে সেখানে কর্মরত কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হন। ঘটনার সময় সেখানে ২৫ জন শ্রমিক কর্মরত ছিলেন।

সাভারের ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে ফজিলাতুন্নেছা মেডিকেলে পাঠানো হয়েছে। অনেকেই মাথায় ও শরীরে আঘাত পেয়েছেন।

তিনি বলেন, আমরা সবাইকে জীবিত উদ্ধার করেছি। তবে ঘটনার পরপরই সেখানে গিয়ে নির্মাণাধীন ভবনটির প্রকৌশলী ও ঠিকাদারকে পাওয়া যায়নি। শ্রমিকদের সঙ্গে কথা বলে আমরা শ্রমিক সংখ্যা নিশ্চিত হয়েছি।

এ বিষয়ে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের মহাপরিচালক দেবাশীষ পাল কালবেলাকে বলেন, ‘মূলত ভবনটি মেডিকেল থিসিস করার জন্য মেডিকেল ইনস্টিটিউট করা হচ্ছে। ঘটনাটি শুনেছি। বাইরে ছিলাম; এখন যাচ্ছি।’

তবে এ বিষয়ে নির্মাণাধীন ভবনের প্রকৌশলী ও ঠিকাদার কারও বক্তব্য পাওয়া যায়নি।

জানা যায়,  ২০১৬ সাল থেকে এই ভবনের কাজ শুরু হয়েছে। ঠিকাদারির কাজটি করছে স্টার লাইট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। ঘটনার পর পর ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে আর দেখা যায়নি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com