
পিরোজপুরের মতুয়া সম্মেলনে এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীসহ সারা দেশে ধর্মীয় সংখ্যালঘু জনগণের ওপর নতুন করে হামলা, হুমকি, দেববিগ্রহ ভাঙচুর এবং ধর্ম অবমাননার ঘটনার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে শহরের টাউন ক্লাব সড়কে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পিরোজপুর জেলা শাখার সভাপতি বাবুল হালদারের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পিরোজপুর জেলা শাখার সাবেক সভাপতি তুষার কান্তি মজুমদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. দিলীপ কুমার মাঝিসহ অন্যান্য নেতারা।
মানববন্ধন সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পিরোজপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক চন্দ্র শেখর হালদার।
এ সময় বক্তারা বলেন, পিরোজপুরের মতুয়া সম্মেলনে এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীসহ সারা দেশে ধর্মীয় সংখ্যালঘু জনগণের ওপর নতুন করে যে হামলা, হুমকি, দেববিগ্রহ ভাঙচুর ও ধর্ম অবমাননার ঘটনার ঘটেছে তার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। এ ছাড়া সরকারকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তায় আরও কাজ করতে হবে, যাতে করে এ দেশে সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করতে পারে এবং নিজ নিজ ধর্ম নিরাপত্তার মধ্যে দিয়ে পালন করতে পারে।