
ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইন থেকে এক যুবকের দ্বি-খণ্ডিত লাশ এবং পাশে পড়ে থাকা রক্তাক্ত দড়ি উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার কলেজ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মনির হোসেন, বাবা মৃত- মফিজ উদ্দিন। তিনি মহেশপুর উপজেলার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
কোটচাঁদপুর স্টেশন মাস্টার মইনুল হোসেন জানান, আজ সকাল ৭টার দিকে স্থানীয়রা তাকে খবর দেয় উপজেলার কলেজ রেলগেট এলাকায় রেললাইনের ওপর এক যুবকের দ্বিখণ্ডিত লাশ পড়ে আছে। খবর পেয়ে তিনি যশোর জিআরপি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ ও রক্তাক্ত দড়ি উদ্ধার করে তারা। লাশ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এটি আত্মহত্যা নাকি হত্যা সেটি পুলিশি তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন তিনি।