
কুড়িগ্রামের রাজারহাটে অটো চালিয়ে সংসার চালাচ্ছেন এক তরুণী। ২২ বছর বয়সী ওই তরুণীর নাম রুমা পারভীন।
উপজেলায় এই প্রথম একজন নারীকে অটো রিকশাচালক হিসেবে দেখে অনেকে বিস্ময় প্রকাশ করলেও সাহস জোগাচ্ছেন অনেকেই। বিকেলের পরে আর অটোরিকশা চালান না রুমা।
কালবেলার সঙ্গে কথা হয় রুমার। জানান, উপজেলার সদর ইউপির সামকালিয়া গ্রামের রফিকুল ইসলাম ও পারভীন বেগম দম্পতির মেয়ে তিনি। তার বড় দুই ভাই বিয়ে করে আলাদা সংসার করছেন। ছোট ভাই, বাবা ও মাকে নিয়ে তার সংসার।
২০১৮ সালে পারিবারিকভাবে তার বিয়ে হয়েছিল। দুই বছর যেতে না যেতেই স্বামী তাকে ছেড়ে চলে যান। এরপর বাবার ঘরে ফিরে আসেন তিনি।
রুমা বলেন, ‘বাবা-মায়ের সংসারে বোঝা না হয়ে কিছু করার চিন্তা মাথায় আসে। একপর্যায়ে অটো চালানোর সিদ্ধান্ত গ্রহণ করি। একজনের কাছ থেকে দিন হাজিরা হিসেবে ভাড়া নিয়ে চালাচ্ছি আটো। প্রতিদিন আয়ের ৩০০-৪০০ টাকা থেকে মালিককে ভাড়া দিতে হয় ১৫০ টাকা।’
এই তরুণীর স্বপ্ন একদিন নিজের টাকায় আটো কিনবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরে তাসনিম বলেন, শুনে মনে হচ্ছে মেয়েটি সাহসী। মা-বাবার বোঝা না হয়ে সংসারের হাল ধরেছেন। শুধু অটো চালানো সমাধান হতে পারে না। ভবিষ্যতে সরকারিভাবে ড্রাইভিং শিখতে চাইলে তাকে সব ধরনের সহায়তা করা হবে, যেন সারা জীবনের জন্য স্থায়ীভাবে কিছু একটা করতে পারেন রুমা।’