
ঝিনাইদহের ছিন্নমূল, শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের একটু উষ্ণতা দিতে এগিয়ে এসেছে শেল্টার সমাজ কল্যাণ সংস্থা।
আজ সোমবার দুপুরে শহরের মডার্ন মোড়ে সংস্থাটির প্রধান কার্যালয়ে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র, নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়।
শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন শেল্টার সমাজ কল্যাণ সংস্থার উপনির্বাহী পরিচালক ইয়াছিন আলী, উপপরিচালক শেখ শাহনূর রেজা, প্রোগ্রাম কো-অডিনেটর রোখসানা খাতুনসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা।