শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
জাহাঙ্গীর মাহমুদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ০২:১৭ এএম
অনলাইন সংস্করণ

শর্ত’ না মানলে ওয়ারিশ সনদ দেন না জাহেদ

শর্ত’ না মানলে ওয়ারিশ সনদ দেন না জাহেদ

ইউপি চেয়ারম্যান জাহেদ আলীর নিয়মেই চলছে নারায়ণগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম। অভিযোগ রয়েছে, ইউনিয়নের ওয়ারিশ সনদ জিম্মি করে রেখেছেন তিনি। কেউ সনদ নিতে এলে জাহেদ আলী তার কাছে কম দামে জমি বিক্রির শর্ত জুড়ে দেন। বনিবনা না হলে নিজের পেটোয়া বাহিনী দিয়ে চালান হয়রানি ও নির্যাতন। চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলীর এসব অপকর্মে সহযোগিতা করছে তারই ছেলে, ভাগ্নে ও পিএস রবি রায়ের নেতৃত্বে চলা একাধিক বাহিনী।

সূত্রে জানা গেছে, জাহেদ আলীর নির্যাতনে এলাকাছাড়া রয়েছে শতাধিক পরিবার। ছেলে নাহিদ ও ভাগ্নে আলমগীরের সন্ত্রাসী বাহিনীর কল্যাণে পিরুলিয়া, দক্ষিণপাড়া, বড়ালু এলাকা অনেকটাই নিজের নিয়ন্ত্রণে রেখেছেন জাহেদ আলী। সদ্য গ্রেপ্তার ইউপি সদস্য বজলুর রহমানও ছিলেন তার তুরুপের তাস।

২০১০ সালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন জাহেদ আলী। তখন মানুষের জমি বিক্রির প্রক্রিয়া আটকে দিতেন দলীয় প্রভাব খাটিয়ে। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, রবি রায়ের মাধ্যমে কায়েতপাড়া, নয়ামাটি, দেইলপাড়া, দক্ষিণপাড়া, পিরুলিয়া এলাকার অনেক হিন্দু ধর্মাবলম্বীর জমির ‘খাড়া দলিল’ বানিয়ে সেগুলোও দখলে নিয়েছেন জাহেদ আলী।

নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণপাড়ার এক বাসিন্দা বলেন, চলতি বছরের অক্টোবরে দক্ষিণপাড়ার অলিউর রহমান অলিকে তার জমি নামমাত্র মূল্যে বিক্রি করতে বলেন জাহেদ আলী। অলিউর রাজি না হলে তাকে পূর্বগ্রামে থাকা একটি টর্চার সেলে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে অলিকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়া ও মারধরের হুমকি দেয় জাহেদের পেটোয়া বাহিনী। এর দুদিন পরই হার্ট অ্যাটাক করে মারা যান অলিউর রহমান। তার সেই জমি দখলে নিতে এখনো চেষ্টা চালাচ্ছে জাহেদ আলীর পিএস রবি রায়।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে অলিউরের পরিবার। জাহেদ আলীর বাহিনীর ভয়ে মামলাও করতে রাজি নন তারা। নাওড়া এলাকার তপন কুমার দেব বলেন, ‘জাহেদ আলী নির্বাচিত হওয়ার আগেই আমার বাবার জমিতে তার নজর পড়ে। বাবা মারা যাওয়ার পর আমাদের নিজস্ব প্রয়োজনে ওয়ারিশ সনদ নিতে গেলে ছয় মাস ধরে ঘোরান তিনি। তিন মাস আগে আমাদের জমি তার কাছে বিক্রির শর্তে ওয়ারিশ সনদ দিতে রাজি হন জাহেদ আলী। কিন্তু বাজারমূল্যের অর্ধেক দাম বলায় আমরা বিক্রি করিনি।’

বড়ালুর আউয়াল মিয়া বলেন, ‘জাহেদ আলী চেয়ারম্যান হওয়ার আগেই জমির ব্যবসা করতেন। এখন চেয়ারম্যান হওয়ায় ক্ষমতা আরও বেড়েছে। আমরা ওয়ারিশ সনদের জন্য গিয়েছিলাম। আমাকে একটা কোম্পানির কাছে জমি বিক্রির শর্তে তিনি সনদ দিতে রাজি হন। রাজি না হওয়ায় তার লোকজন আমার বাড়ি গিয়ে হুমকি-ধমকি দিয়ে আসে। পরে পরিবারের নিরাপত্তার কথা ভেবে বাধ্য হয়ে জমিটি বিক্রি করে দিই।’

চনপাড়া এলাকার স্বপ্না বেগম জানান, ‘গ্রেপ্তার হওয়া বজলুর রহমানকে দিয়ে চনপাড়ার অনেক পরিবারকে এলাকাছাড়া করে তাদের বাড়ি দখল করেছেন জাহেদ আলী। যে জমিতে তার চোখ পড়ে সেটা যেভাবেই হোক তার দখল করতেই হবে।’

সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন মিয়া বলেন, ‘আমি এই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। আমার নিজের ওয়ারিশ সনদ আনতে গেলেও তিনি (জাহেদ আলী) তা দিতে চাননি। পরে বেশি টাকা দিয়ে সেটা নিতে হয়েছে। তা ছাড়া ট্রেড লাইসেন্স নিতে গেলেও জাহেদ আলী আমার কাছে ২ লাখ টাকা দাবি করেন।’ এসব বিষয়ে জানতে কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান জাহেদ আলীকে মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করে কথা বলেননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক কালবেলাকে বলেন, ‘কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে লিখিত অভিযোগ না পেলে তদন্ত বা পদক্ষেপ নেওয়া যায় না। লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুষ্ঠিত হলো বিইউএইচএস -এর প্রথম সমাবর্তন

ইউরোপ ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে : ম্যাখোঁ

ছেলেদের দোষে ডুবছেন মাহাথির মোহাম্মদ

হিজাব আইন না মানায় ইরানে ব্যাপক ধরপাকড়

তীব্র তাপপ্রবাহে বৃষ্টি চেয়ে হাজারো মুসল্লির কান্না

মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

কারিগরির ফাঁকা সনদ মিলল তোষকের নিচে, গ্রেপ্তার কম্পিউটার অপারেটর

ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ভোট দিলে যে শহরে মিলবে ফ্রি বিয়ার, ট্যাক্সিসহ নানা সুবিধা

১০

কুমিল্লায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

১১

খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

১২

চট্টগ্রামে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

১৩

সুইজারল্যান্ডে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি তুলে ধরলেন শিক্ষামন্ত্রী 

১৪

৭৩ বছরে ছাত্র ইউনিয়ন  

১৫

কৃষক খুনের ঘটনায় থামছে না ভাঙচুর ও লুটপাট

১৬

হজের জন্য অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

১৭

ধান মাড়াই করতে গিয়ে তাঁতী লীগ নেতার মৃত্যু

১৮

‘আমি সাঈদী সাহেব বলছি, আমার একটা ভোট প্রয়োজন’

১৯

বিএনপির আরেক নেতা বহিষ্কার

২০
*/ ?>
X