বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ ৫ দিনের রিমান্ডে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী জেলা ও দায়রা জজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ এর বিচারক মাহবুব আলমের আদালতে নেওয়া হলে তিনি এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের ৬-এর দুই ধারার মামলায় আসামি চাঁদকে কোর্টে নেওয়া হয়। এ সময় হত্যার হুমকি দেওয়ার পেছনে কেউ আছে কি না সেটি খুঁজে বের করতে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চান। তবে আদালত সার্বিক দিক বিবেচনা করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আজ সকাল পৌনে ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর বিকেলে তাকে আদালতে আনা হয়। সেখানে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com