সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে পাচার হচ্ছিল টিসিবির পণ্য, আটক করল জনতা

গভীর রাতে পাচার হচ্ছিল টিসিবির পণ্য, আটক করল জনতা

সিরাজগঞ্জে রাতে পাচারের সময় ট্রাকসহ ৫৫টি কার্ডের টিসিবির পণ্য আটক করেছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক করা মালামাল স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেয়।

বিষয়টি উপজেলা ও জেলা প্রশাসনকে না জানিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তিনি নিজেই এসব মালামাল উপকারভোগীদের মাঝে বিতরণের উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতের অন্ধকারে পরিষদের সামনে ট্রাক দেখে ইউপি সদস্য রুহুল আমিন, লিটন ও মঞ্জুর মোরশেদ সজলকে খবর দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই দেখা যায় ট্রাকে তেল, চিনিসহ টিসিবির মালামাল সাজিয়ে তার ওপর খালি কার্টন ভাঁজ করে রেখে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনগণ এসে ট্রাকটি আটক করে। এ সময় চালক পালিয়ে যান।

বাগবাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য রুহুল আমিন বলেন, আমাদের পরিষদ থেকে ডিলার জাকিরুল ইসলাম সান্টুর মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হয়। দুদিন ধরে অনেক অসহায় মানুষ পরিষদে মালামালের জন্য গেলেও নানা ভুল-ত্রুটির অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার রাতে টিসিবির পণ্য পাচারের চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে আটক করা হয়।

সদর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, আটক টিসিবির পণ্য চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি, পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পাচারের অভিযোগ অস্বীকার করে ডিলার জাকিরুল ইসলাম সান্টুর ম্যানেজার বাবু চৌধুরী বলেন, নিরাপত্তাহীনতার কারণে পণ্য অন্যত্র নেওয়া হচ্ছিল।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি বলেন, বিষয়টি আমাদের কেউ জানায়নি। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা দেখছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাস চালককে আসামি করে মামলা

কথার লড়াইয়ে ক্ষতির মুখে মোস্তাফিজ!

বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

ইসরায়েলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইহুদি নেতার

সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পাগল হাসান নিহত

কৃষিতে ইএনএম ব্যবহারে ঢাবির গবেষকদের সাফল্য, সবুজ বিপ্লবের সম্ভাবনা

এপ্রিল থেকে সেপ্টেম্বর ফ্লু মৌসুম হিসেবে চিহ্নিত

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

জেলেনস্কির মিথ্যাচার ফাঁস, ইউক্রেনে কোণঠাসা পশ্চিমারা

১০

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

১১

ফেসবুক-ইনস্টাগ্রাম পোস্টের লাইক লুকিয়ে রাখা যাবে আরও সহজে

১২

ইরানের হাতে রাশিয়ার অস্ত্র, এবার কী করবে ইসরায়েল

১৩

বাসচাপায় পিকআপের চালক-সহকারী নিহত

১৪

মৃত ব্যক্তিকে ব্যাংকে নিয়ে টাকা তোলার চেষ্টা, নারী আটক

১৫

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে লড়বে কারা?

১৬

জেনে নিন, কী আছে আজ আপনার ভাগ্যে?

১৭

৮৭ হাজার টাকার মদ খেয়েও পার্সেল চেয়েছিলেন পরীমণি

১৮

গাজীপুরে আগুনে পুড়ল ৪ গুদাম

১৯

‘গিনেস বুকে স্থান পাবে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট’ 

২০
*/ ?>
X