সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

নিজেরাই বানাল রাস্তা

নিজেরাই বানাল রাস্তা

দেশ স্বাধীনের পঞ্চাশ বছর পেরিয়েছে কবেই। দীর্ঘ এই সময়ে একের পর এক জনপ্রতিনিধি এসেছেন, দিয়েছেন প্রতিশ্রুতি। আবার নির্বাচিত হয়ে সব ভুলে হারিয়েও গেছেন। কিন্তু দীর্ঘ এ সময়ে সিরাজগঞ্জের শাহজাদপুরের পাঁচ গ্রামের অন্তত ১০ হাজার মানুষের একমাত্র দাবি ছিল, পাকা না হোক, অন্তত হাঁটার একটা রাস্তা করে দেওয়ার। জনপ্রতিনিধি থেকে সরকারি বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরেও শেষ পর্যন্ত হয়নি সে রাস্তা।

শাহজাদপুরের বেলতৈলের চর বেলতৈল থেকে জালালপুরের মূলকান্দী মোল্লাপাড়া পর্যন্ত রাস্তার জন্য পাঁচ দশকেরও বেশি সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। সব আশা ছেড়ে তাই এবার নিজেদের দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছেন এই পাঁচ গ্রামের বাসিন্দারা। আল মাহমুদ নামে স্থানীয় এক প্রকৌশলীর উদ্যোগে গ্রামবাসীর আর্থিক ও কায়িক শ্রমে ১২ ফুট প্রশস্ত দেড় কিলোমিটার রাস্তার নির্মাণকাজ চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, বেলতৈল, মূলকান্দী মোল্লা পাড়া গ্রাম, টোকপাড়া, গাবের পাড়া, চৌবাড়িয়া গ্রামগুলোতে মানুষের বসবাস বেশ আগে থেকেই। এসব গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা ছিল অন্যের বাড়ির অলিগলি। গত একশ বছরে এখানকার জনবসতি কয়েকগুণ বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে বাড়িঘরও। অলিগলির রাস্তাগুলোও ধীরে ধীরে হারিয়ে গেছে। ফলে চলাচলে প্রতিদিনই দুর্ভোগ বাড়িতে থাকে এই অঞ্চলের প্রায় ১০ হাজার মানুষের।

চলাচলের রাস্তার অভাবে পরিস্থিতি কতটা খারাপ আকার ধারণ করেছে, সে ইঙ্গিত মেলে গ্রামবাসীর কথায়। তারা জানান, সম্প্রতি অন্তঃসত্ত্বা এক নারীকে সন্তান প্রসবের জন্য কোলে করে হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে পা পিছলে পড়ে গিয়ে সেখানেই প্রসব হয়ে মারা যায় সন্তান। আর সেই নারী এখনো চিকিৎসাধীন।

প্রতিদিনের এমন দুর্ভোগ আর দুর্ঘটনা মাথায় নিয়ে রাস্তার জন্য সরকারি বিভিন্ন দপ্তরে ছুটে যান ইঞ্জিনিয়ার আল মাহমুদ। কিন্তু তাৎক্ষণিক সরকারি সহায়তায় রাস্তা নির্মাণ সম্ভব নয় জেনে গ্রামবাসীর চাঁদা ও শ্রমেই রাস্তা তৈরির সিদ্ধান্ত নেন। দফায় দফায় বৈঠক শেষে গ্রামবাসীকে সংগঠিত করেন। শুরু হয় ১২ ফিট প্রশস্তের প্রায় দেড় কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ। দুই সপ্তাহ ধরে পাশের সরু খাল থেকে মাটি তুলে চলে সড়ক নির্মাণের কাজ।

চর বেলতৈল গ্রামের বৃদ্ধ ফটিক খাঁ, মধু মিয়া, আলতাফ মোল্লাসহ অনেকেই বলেন, বর্ষাকালে এসব গ্রামের মানুষ নৌকায় চলাচল করলেও শুকনো মৌসুমে হেঁটে যাওয়ারও পথ নেই। শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে কষ্ট হতো। কৃষিপণ্য হাট-বাজারে সরবরাহ ও শহর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র আনার ভোগান্তি ছিল সীমাহীন। সবচেয়ে বড় সমস্যা ছিল অসুখ-বিসুখে রোগীকে হাসপাতালে নেওয়া।

এদিকে দীর্ঘ প্রতীক্ষা শেষে স্বপ্নের এই সড়ক নির্মাণ করতে পেরে উল্লসিত পাঁচ গ্রামের মানুষ। এ যেন এক উৎসব। আর তা উদযাপনে নির্মাণ কাজে যোগ দিচ্ছেন গ্রামের আবাল-বৃদ্ধ-বনিতা।

রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া আল মাহমুদ বলেন, চর বেলতৈল এবং মূলকান্দী মোল্লাপাড়া গ্রামসহ আশপাশের ৫টি গ্রামের ১০ হাজার মানুষের চলাচলের জন্য হাঁটার রাস্তাও নেই। রাস্তা না থাকায় সম্প্রতি এক অন্তঃসত্ত্বা নারীর সন্তান মারা যায়। এ দুর্ঘটনা আমাকে পীড়া দিয়েছে। তাই গ্রামবাসীকে ঐক্যবদ্ধ করে তাদের টাকা দিয়েই শুরু হয়েছে রাস্তা নির্মাণ।

বেলতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, গ্রামবাসীর উদ্যোগে রাস্তাটি তৈরি করা হচ্ছে। ওই রাস্তার ওপর প্রকল্প দিয়ে আরও সুন্দর করা এবং পরে পাকাকরণের চেষ্টা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারল কৃষককে

বাবার বাড়ি যাওয়ায় স্ত্রীকে ২৭টি কোপ দিলো স্বামী

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ব্যারিস্টার খোকনের দলীয় পদ নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি 

বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

বাংলাদেশের দাবদাহ নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

অনুষ্ঠিত হলো বিইউএইচএস -এর প্রথম সমাবর্তন

ইউরোপ ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে : ম্যাখোঁ

ছেলেদের দোষে ডুবছেন মাহাথির মোহাম্মদ

হিজাব আইন না মানায় ইরানে ব্যাপক ধরপাকড়

১০

তীব্র তাপপ্রবাহে বৃষ্টি চেয়ে হাজারো মুসল্লির কান্না

১১

মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

১২

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

১৩

কারিগরির ফাঁকা সনদ মিলল তোষকের নিচে, গ্রেপ্তার কম্পিউটার অপারেটর

১৪

ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

১৫

ভোট দিলে যে শহরে মিলবে ফ্রি বিয়ার, ট্যাক্সিসহ নানা সুবিধা

১৬

কুমিল্লায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

১৭

খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

১৮

চট্টগ্রামে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

১৯

সুইজারল্যান্ডে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি তুলে ধরলেন শিক্ষামন্ত্রী 

২০
*/ ?>
X