বিদেশি নেতারা বাংলাদেশের অদম্য এগিয়ে চলা রুখতে পারবে না : হুইপ স্বপন

জয়পুরহাট মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
জয়পুরহাট মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।ছবি : কালবেলা

জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, একজন বিশেষ ব্যক্তির জন্য কয়েকজন বিদেশি বিশিষ্ট নাগরিক বিদেশি পত্রিকায় বিজ্ঞাপন আকারে বিবৃতি প্রকাশ করেছেন। এই বিবৃতির বিজ্ঞাপন একজন ব্যক্তির অযৌক্তিক আবদার পূরণের জন্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চক্রান্ত। যারা বিবৃতির বিজ্ঞাপনে সই করেছেন তাদের অধিকাংশই নিজ নিজ দেশে রাজনীতিতে অবসর গ্রহণ করেছেন বা অবসর প্রস্তুতিকালিন ছুটিতে রয়েছেন। বাংলাদেশের সব দেশপ্রেমিক নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলবেই। অবসরপ্রাপ্ত বিদেশি নেতারা বাংলাদেশের অদম্য এগিয়ে চলা রুখতে পারবে না।

আজ সোমবার জয়পুরহাট মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

হুইপ স্বপন বলেন, শত প্রতিকূল, প্রাকৃতিক দুর্যোগ, ভূমির স্বল্পতা, মাত্রাতিরিক্ত জনসংখ্যা, সম্পদের স্বল্পতার চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ টেকসই উন্নয়ন ও সর্বব্যাপী মানবকল্যানের পথে এগিয়ে চলছে। ১৯৭১ সালে অভ্যুদয়ের সময় আমাদের জাতীয় সম্পদ ছিল মাত্র ৮ বিলিয়ন মার্কিন ডলার, ৮৪ শতাংশ জনগণ দারিদ্র্য সীমার নিচে বসবাস করত, মাথাপিছু আয় ছিল মাত্র ৯৩ মার্কিন ডলার। পাকিস্তানিদের নারকীয়তায় দেশ ছিল ধ্বংসপ্রাপ্ত। এমনকি ২০০৮ সালেও আমাদের মাথাপিছু আয় ছিল ৫৯৩ ডলার, অর্থনীতির আকার ছিল ৯১ বিলিয়ন ডলার, রপ্তানি ছিল ১৪ দশমিক ১ বিলিয়ন ডলার, দারিদ্র্য সীমা ছিল ৩৮ শতাংশ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৭ বিলিয়ন ডলার।

তিনি বলেন, সেই বাংলাদেশ আজ বিচক্ষণ রাষ্ট্রনেতা শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে দেশের সব শ্রেণি-পেশার নাগরিকদের মেধা ও পরিশ্রমের ফসল হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে উন্নয়ন ও দারিদ্র্যবিমোচনের বিশ্ব মডেলে উন্নীত হয়েছে। আজ বাংলাদেশের অর্থনীতির আকার ৪৬৬ বিলিয়ন ডলার, মাথা পিছু আয় ২ হাজার ৮৫০ ডলার, অতি দারিদ্র্য ১০ দশমিক ৫ শতাংশে নেমেছে, রপ্তানি ৫৩ বিলিয়ন, বিশ্বমন্দার মাঝেও ৩১ বিলিয়নের ওপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। আয়তনে বিশ্বে ৯৪তম, জনসংখ্যার অষ্টম বাংলাদেশ আজ বিশ্বে ৩৫তম অর্থনীতির দেশ।

হুইপ স্বপন আরও বলেন, বর্তমান গতি অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ৩৫তম এবং ২০৩৭ সালের মধ্যে ২০তম অর্থনীতির দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। আগামী ২০৩১ সালের মধ্যে বাংলাদেশের ন্যূনতম মাথাপিছু আয় হবে ৪ হাজার ১২৬ ডলার এবং আমাদের যে লক্ষ্য তাতে ২০৪১ সালের আগেই আমাদের মাথাপিছু আয় ১২ হাজার ৭৩৬ ডলার অতিক্রম করতে হবে। তখনই আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে আত্মমর্যাদার সঙ্গে আত্মপ্রকাশ করব।

এর আগে বেলা ১১টায় জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তি ও বেলুন উড়িয়ে কলেজ ক্যাম্পাসে রজতজয়ন্তী অনুষ্ঠানের সূচনা হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইসলাম, অধ্যক্ষ আব্দুল মোমেন, অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মন্ডল, মো. গোলাম হাক্কানি, সংস্কৃতিসেবক আমিনুল হক বাবুলসহ অনেকেই।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com