সুষ্ঠু রাজনীতির চর্চায় ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই : নানক

শুক্রবার বরিশাল বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার বরিশাল বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির নানক।ছবি : কালবেলা

সুষ্ঠু রাজনীতির চর্চায় ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

আজ শুক্রবার বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

বিএম কলেজের সাবেক ভিপি নানক আরও বলেন, ‘আমার রাজনৈতিক জীবনের বেড়ে ওঠা এই বিএম কলেজের আঙিনায়। আমি ভিপি ছিলাম। আজকের বাংলাদেশের রাজনীতির নেতৃত্বে যারা আছেন তাদের বেশিরভাগই ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। তাই আমার কাছে ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সেটা অবশ্যই সুষ্ঠু ধারার রাজনীতি ও নির্বাচন হতে হবে।’

এ সময় কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মাদ গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল আমিন সরোয়ার, সংসদ সদস্য নাদিরা সুলতানা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com