পদ্মায় ২০ কিলোমিটার পাড়ি দিলেন ২৭ সাঁতারু

পদ্মা পাড়ি দিচ্ছেন সাঁতারুরা।
পদ্মা পাড়ি দিচ্ছেন সাঁতারুরা।ছবি : কালবেলা।

রাজশাহীর পদ্মায় সাঁতার প্রতিযোগিতায় ২০ কিলোমিটার পাড়ি দিলেন ২৭ সাঁতারু। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর পদ্মা টি-বাঁধ এলাকায় প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় অংশ নেওয়ার জন্য সারা দেশ থেকে নিবন্ধন করেছিলেন ৩০ জন। এর মধ্যে ২৭ জন অংশ নেন। তারা সকাল ৯টায় রাজশাহী নগরীর টি-বাঁধের নিচ থেকে পদ্মা নদীতে ঝাঁপ দেন। এরপর ২০ কিলোমিটার সাঁতরিয়ে দুপুরে জেলার চারঘাট উপজেলার ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছান।

আয়োজকরা বলেন, প্রতি বছর দেশে বহু মানুষ ও শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে। এই মৃত্যুহার কমাতে সবাইকে সাঁতার শেখার আহ্বান জানাতে ও জনসচেতনতা তৈরি করতেই এ আয়োজন।

জেলা প্রশাসক বলেন, সুস্থ শরীর ও মনের জন্য সাঁতার অত্যন্ত কার্যকরী খেলা। সাঁতার প্রতিযোগিতায় ২৭ জন সাঁতারু অংশ নেন। তাদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। এরকম একটি ব্যতিক্রমী আয়োজনে সাঁতারুদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ ও উদ্দীপনা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া সাঁতারুরা।
প্রতিযোগিতায় অংশ নেওয়া সাঁতারুরা।ছবি : কালবেলা

বেঙ্গলস ডলফিন্সের আয়োজনে এ সাঁতার প্রতিযোগিতায় রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানে রাজশাহী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সহকারী রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামাণিক, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেনসহ জেলা ক্রীড়া দপ্তরের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com