করিমগঞ্জে ২ নবজাতকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ জেলার ম্যাপ
কিশোরগঞ্জ জেলার ম্যাপ

কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জগৎসা বাড়ি এলাকায় রাস্তার পাশ থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাফরাবাদ ইউনিয়নের জগৎসা বাড়ি এলাকায় রাস্তার পাশে ব্যাগে মোড়ানো অবস্থায় দুই নবজাতকের লাশ পড়েছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

করিমগঞ্জ থানার ওসি শামছুল আলম সিদ্দিকী জানান, ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ পড়ে আছে এমন খবরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com