
ফরিদপুরের মধুখালী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু মারা গেছে। আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মধুখালী উপজেলার বাগাট গ্রামের বিশ্বাসপাড়া এলাকার বাদশা বিশ্বাসের ছেলে জুবায়ের বিশ্বাস (১৭), ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (১৮) এবং মজিবর সরদারের ছেলে মিম সরদার (১৭)।
করিমপুর হাইওয়ে থানার ওসি মো. শহীদুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্য ওই তিনজন কামারখালী থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বাগাট পশ্চিমপাড়া নবাব আলীর বাড়ির সামনে একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।