বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব’র ৫ হাজার কোটি টাকার চুক্তি

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব’র চুক্তি স্বাক্ষর।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব’র চুক্তি স্বাক্ষর।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে গঠিত পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাকাব’র জনসংযোগ কর্মকর্তা মো. জামিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে রাকাব’র ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খানসহ বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com