যুবলীগ নেতাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার আবু নোমান, হাফিজুর রহমান ও আনোয়ার হোসেন।
গ্রেপ্তার আবু নোমান, হাফিজুর রহমান ও আনোয়ার হোসেন। ছবি : কালবেলা

মাদকদ্রব্যসহ ধনবাড়ী উপজেলা মুশুদ্দি ইউনিয়নের যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তিনজনকেই গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার গভীর রাতে ইয়াবা ও হিরোইনসহ মুশুদ্দি পূর্বপাড়া জামতলা মোড় থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো মুশুদ্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নোমান (৪০), একই ইউনিয়নের মুশুদ্দি পূর্বপাড়ার হাফিজুর রহমান (৪৪) ও মুশুদ্দি দক্ষিণপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু নোমান ওই দুই সহযোগী নিয়ে গভীর রাতে সেবনকারীদের কাছে ইয়াবা ও হিরোইন বিক্রির অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ও ২০ পুড়িয়া হিরোইন উদ্ধার করে। অভিযানে নেতৃতে দেন উপপরিদর্শক সবুজ আহম্মেদ।

এলাকাবাসীরা জানান, ওই তিনজনই উপজেলা ‘চিহ্নিত’ মাদক ব্যবসায়ী। মাদকের একাধিক মামলাও রয়েছে তাদের নামে।

ধনবাড়ী থানার ওসি এইচ এম জসিম উদ্দিন বলেন, ‘পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠিয়েছে।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com