উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আবারও যুবক খুন

রোহিঙ্গা শিবির।
রোহিঙ্গা শিবির।ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মোহাম্মদ মাহবুব ওরফে হাফেজ মাহবুব (২৭) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১২ নম্বর আশ্রয়শিবিরের জি-৭ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ডি-৯ ব্লকের সৈয়দ আমিনের ছেলে।

রোহিঙ্গাদের বরাত দিয়ে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সন্ধ্যায় বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের জি-৭ ব্লকে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন মাহবুব। একপর্যায়ে ৫-৭ জনের মুখোশ পরা একদল দুষ্কৃতকারী তাকে তুলে নিয়ে যায়। এরপর কিছুদূর নেওয়ার পর তার বুকে দুটি গুলি করে।

রোহিঙ্গা শিবির।
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এবার স্বেচ্ছাসেবক খুন

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আশ্রয়শিবিরসংলগ্ন এমএসএফ হাসপাতালে ও পরে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ নিয়ে চার দিনের ব্যবধানে তিন রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হলো।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com