সুনামগঞ্জে ২৯ মে থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি

রোববার পৌর শহরের মল্লিকপুরে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নুরুল হক।
রোববার পৌর শহরের মল্লিকপুরে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নুরুল হক। ছবি : কালবেলা

শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, চাঁদাবাজি ও মামলা প্রত্যাহারসহ ৩ দফা দাবি আগামী ২৮ মে এর মধ্যে বাস্তবায়ন না হলে ২৯ মে থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

আজ রোববার দুপুরে সুনামগ‌ঞ্জ পৌর শহ‌রের ম‌ল্লিকপু‌রে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হক আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, ‘গত ১৬ এপ্রিল মানববন্ধন করে আমরা জেলা প্রশাসক বরাবর সুনামগঞ্জ-সিলেট রুটে বাস চলাচলে চাঁদাবাজি ও শ্রমিক মারধর বন্ধে স্মারকলিপি দেই। দাবি বাস্তবায়ন না হলে গত ৩ মে আমরা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নিই। এ সময় পুলিশের দাবি বাস্তবায়নের আশ্বাসে এবং এসএসসি পরীক্ষার্থীর কথা চিন্তা করে আমরা কর্মবিরতি প্রত্যাহার করি। তবে পুলিশ প্রশাসন তাদের কথা রাখেনি। আগামী ২৮ মের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২৯ মে সকাল ৬টা থেকে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সমিতির সভাপতি সুজাউল কবির, সাধারণ সম্পাদক নুরুল হক, সংগঠনের কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সহসভাপতি মো. আনোয়ার হোসেন ও দপ্তর সম্পাদক মো. সুমন মিয়া প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com