শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ডুবে যাওয়া জাহাজ উদ্ধার হয়নি এখনো

ডুবে যাওয়া জাহাজ উদ্ধার হয়নি এখনো

ভোলার মেঘনা নদীতে পেট্রোল ও অকটেন নিয়ে ডুবে যাওয়া ‘সাগর নন্দিনী-২’ জাহাজটি এখনো উদ্ধার হয়নি। জাহাজটির ওজন বেশি হওয়ায় টেনে তুলতে পারছে না উদ্ধারকারী জাহাজ ‘সাগর বধূ-৩’। এ জন্য ‘সাগর বধূ-৪’ নামে আরেকটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে আনা হচ্ছে।

ভোলা জেলা বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শহিদুল জানান, এই অয়েল ট্যাংকারটি ওঠাতে পারে এমন কোনো উদ্ধারকারী জাহাজ বিআইডব্লিউটিএর নেই। মালিকপক্ষ একটি উদ্ধার জাহাজ পাঠিয়েছে। আরও একটি উদ্ধার জাহাজ এলে দেশীয় পদ্ধতিতে ট্যাংকারটি ওঠানোর চেষ্টা করা হবে।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, প্রায় ডুবে যাওয়া ট্যাংকারটি থেকে তেল উত্তোলন করে পাশে রাখা বলগেটে ট্রান্সফার করছে কোস্টগার্ড সদস্যরা। চারদিকে কিছুটা তেল ছড়িয়ে পড়ার চিহ্ন থাকলেও লাল পতাকা দিয়ে ও এলাকায় না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের কন্টিনজেন্ট কমান্ডার (ইলিশা) সোলাইমান বলেন, গতকাল বিকেল ৫টা থেকে সারারাত তেল উত্তোলন অব্যাহত ছিল। এখন তেল উত্তোলন প্রায় শেষের দিকে। উত্তোলন করা তেল একটি বলগেটে নিয়ে যাওয়া হচ্ছে। এ মুহূর্তে তেল কিছুটা ছড়িয়ে পড়লেও তা বড় আকারের নয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, এই তেল নদী, সাগর মোহনায় ছড়িয়ে যাবে তেল পানির সঙ্গে যোগ হলে ইকো সিস্টেমকে ক্ষতি করবে। এর সরাসরি প্রভাব পড়বে ইলিশ চলাচলের ওপর। এলাকাটি ইলিশের অভায়রণ্যের মধ্যে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন। এ ছাড়াও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে। আমরা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে বলতে পারব কি পরিমাণ ক্ষতি হতে পারে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বরিশাল থেকেও লোক আসছে। তবে, এলাকাটি স্রোতবহুল হওয়ায় তেল জমে থাকেনি, স্রোতের টানে কিছু ভেসে গেছে। কতটুকু তেল ছড়িয়ে পড়ছে এখনো বলতে পারছি না। তবে, নদীর বিভিন্ন অংশে ছড়িয়েছে।

উল্লেখ্য, রোববার ভোরে ভোলার মেঘনা নদীতে ৯০০ টন পেট্রোল-অকটেনসহ সাগর নন্দিনী-২ নামে তেলবাহী জাহাজটি ডুবে যায়। তবে জাহাজে থাকা ১৩ জন স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ হাজার টাকায় স্ত্রীকে ‘মাদক কারবারির’ হাতে তুলে ‍দিলেন স্বামী

ব্যারিস্টার সুমনের খেলা দেখতে হাজারো মানুষের ভিড়

সাতক্ষীরায় এমপির গাড়িতে হামলা

জব্বারের বলী খেলা ২৫ এপ্রিল

মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত

খরুচে বোলিং মোস্তাফিজের, চেন্নাইয়ের হার

এফডিসিতে ৫৭০ ভোটারের সংবাদ সংগ্রহে ৩০০ সাংবাদিক

যশোরে অধিকাংশ টিউবওয়েলে মিলছে না পানি

বিদেশি শ্রমিকদের সুখবর দিল কুয়েত

এফডিসিতে ফিরেছেন নির্বাচন কমিশনার, খোঁজ নেই নিপুনের

১০

চাঁদপুরে পূবালী ব্যাংক কর্মকর্তা নিখোঁজের ঘটনায় ৮ কর্মকর্তা বদলি

১১

বিআরটিএর অভিযানে ৪০৫ মামলা, ১০ লাখ টাকা জরিমানা 

১২

প্রেমিককে কুপিয়ে জখম, প্রেমিকা আটক

১৩

আরও ৭ দিন স্কুল বন্ধের দাবি

১৪

‘গোপালগঞ্জের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ অচিরেই চালু হবে’ 

১৫

‘আমাদের নিজেদের এবং দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে’

১৬

শ্যালকের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিলেন পলক 

১৭

উৎকলিত রহমানের কবিতা ‘জ্যোতিষ্ময়ীর গান’

১৮

পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

১৯

পহেলা বৈশাখে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

২০
*/ ?>
X