পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের সভা

বিজিবি-বিএসএফের সভা।
বিজিবি-বিএসএফের সভা।ছবি : সংগৃহীত

পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড়-১৮ বিজিবির অধীন বাংলাবান্ধা বিওপিসংলগ্ন স্থলবন্দরের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান, দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর এবং ভারতের বিএসএফের কিষানগঞ্জের সেক্টর কমান্ডার সি ডি আগারওয়াল (ডিআইজি)।

বাংলাবান্ধা বিওপির সীমান্ত পিলার ৭৩২ এমপির কাছে বাংলাবান্ধা স্থলবন্দর সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সঞ্চালক ছিলেন ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহফুজুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন লে. কর্নেল মোহাম্মদ আরিফুজ্জামান, অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি ); লে. কর্নেল মো. তানজীর আহম্মদ, অধিনায়ক, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি); লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, পিএসসি, স্টাফ অফিসার, রিজিয়ন সদরদপ্তর, রংপুর, মেজর মো. নঈম রেজভী, অতিরিক্ত পরিচালক (অপারেশন), বিজিবি ঠাকুরগাঁও এবং অন্যান্য স্টাফ অফিসারসহ ১৩ সদস্যের প্রতিনিধি দল।

ভারতের বিএসএফের প্রতিনিধি দলে ছিলেন কিষানগঞ্জ সেক্টরের স্টাফ অফিসার, আর জে হাজদাহ, কমান্ড্যান্ট, ১৭৫ ব্যাটালিয়ন বিএসএফ; সন্দীপ কুমার ক্ষত্রী, কমান্ড্যান্ট ৭২ ব্যাটালিয়ন বিএসএফ; পারামজিত সিং, স্টাফ অফিসার; গুরদীপ লাল, স্টাফ অফিসার; সত্যদয় কুমার, স্টাফ অফিসারসহ ১৫ সদস্যের একটি দল। সভায় বাংলাদেশ-ভারতের সীমান্তরক্ষীদের সমন্বয় সাধনের মাধ্যমে উভয় দেশের সৈনিকদের একযোগে কাজ করা, সীমান্ত হত্যা, মাদকদ্রব্য পাচার, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত পারাপার, তারকাঁটার বেড়া কর্তনবিষয়ক আলোচনা হয়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজুল হক বলেন, দুই দেশের সেক্টর পর্যায়ের এই সভায়ও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে বর্তমানের মতো ভবিষ্যতেও সীমান্ত পরিস্থিতি সর্বদা স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।

পরে বিজিবি-বিএসএফ সেক্টর পর্যায়ের সভাকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে স্মারক বিনিময় করে সভার সমাপ্তি করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com