ভেন্যু ফিরে পেতে কাফনের কাপড়ের পর এবার শিকল বেঁধে অনশন

রোববার বগুড়া সাতমাথায় হাতে-গলায় শিকল বেঁধে আবারও অনশনে বসেছেন হুমায়ুন আহম্মেদ রুমেল।
রোববার বগুড়া সাতমাথায় হাতে-গলায় শিকল বেঁধে আবারও অনশনে বসেছেন হুমায়ুন আহম্মেদ রুমেল। ছবি : কালবেলা

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলের প্রতিবাদে কাফনের কাপড়ের পরে এবার হাতে-গলায় শিকল বেঁধে আবারও অনশনে বসেছেন হুমায়ুন আহম্মেদ রুমেল।

আজ রোববার সকালে বগুড়া শহরের সাতমাথায় অনশনে বসেন তিনি। তবে এবার তার অনশনের ব্যানারে আমরণ অনশনের জায়গায় প্রতিবাদী অনশন লেখা দেখা যায়।

এর আগে ৮ মার্চ দুপুর আড়াইটার দিকে রুমেল দীর্ঘ প্রায় ৮০ ঘণ্টা শহরের মুজিবমঞ্চে কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিলেন।

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শামীম কামাল গতকাল শনিবারের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত আসবে এমন আশ্বাসের কথা জানিয়ে রুমেলকে পানি ও জুস পান করিয়ে অনশন ভাঙান। এ বিষয়ে হুমায়ুন আহমেদ রুমেল বলেন, ‘জেলা ক্রীড়া সংস্থার আশ্বাসে ১৮ মার্চ পর্যন্ত আমি আমার অনশন স্থগিত ঘোষণা করেছিলাম। কিন্তু এর মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না আসায় আমি আবারও অনশন শুরু করি। বগুড়ায় কাজ না হলে আমি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে আমরণ অনশন শুরু করব।’

রোববার বগুড়া সাতমাথায় হাতে-গলায় শিকল বেঁধে আবারও অনশনে বসেছেন হুমায়ুন আহম্মেদ রুমেল।
বিসিবির সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে বগুড়ায় ‘কাফনের কাপড়’ পরে অনশনে যুবক

এর আগে গত ২ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠিয়ে চান্দু স্টেডিয়াম ভেন্যু বাতিলের সিদ্ধান্ত জানায় বিসিবি। এতে অভিযোগ করা হয়, গত কয়েক বছর ধরেই বোর্ডের ম্যাচ আয়োজনে অসহযোগিতা করছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা। চিঠি দেওয়ার পাশাপাশি বগুড়ায় নিয়োগপ্রাপ্ত বিসিবির ১৭ কর্মকর্তা ও কর্মচারীকে ক্লোজড করে মিরপুরে রিপোর্ট করতে বলা হয়। একই সঙ্গে কার্গোতে করে ঢাকায় নেওয়া হয়েছে গ্রাউন্ড রক্ষণাবেক্ষণের যন্ত্রপাতি থেকে শুরু করে ইনডোরের নেট ও ম্যাটসহ সবকিছু।  

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com