আকিজের কারখানায় রডচাপায় শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় আকিজ ইস্পাত কারখানার গেট।
মুন্সীগঞ্জের গজারিয়ায় আকিজ ইস্পাত কারখানার গেট। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় আকিজ ইস্পাত কারখানায় রডচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মো. শাহীন দেওয়ান (৪৫) নামের ওই ব্যক্তির বাড়ি পুরান বাউশিয়া গ্রামে।

শাহীনের স্বজন ও পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পুরান বাউশিয়া এলাকায় স্থাপিত আকিজ ইস্পাত কারখানায় দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন তিনি। সোমবার স্টিলের ইস্পাত উৎপাদনকারী কারখানাটিতে মালামাল ওঠানোর সময় ক্রেন থেকে পড়ে যাওয়া রডের চাপায় গুরুতর আহত হন শাহীন। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গত বছরের ১৯ অক্টোবর এ কারখানায় ক্রেন থেকে পড়ে যাওয়া ম্যাগনেটের চাপায় মৃত্যু হয় আবুল কালাম নামে এক শ্রমিকের।

মুন্সীগঞ্জের গজারিয়ায় আকিজ ইস্পাত কারখানার গেট।
কলেজছাত্রী নিখোঁজের চার মাস পর পরিবারকে ‘চিরকুটে’ লাশের সন্ধান

শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে প্রায়ই এমন দুর্ঘটনায় শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কর্তৃপক্ষের গাফিলতি আর অবহেলায় বারবার দুর্ঘটনা ঘটছে। তবে শ্রমিক নিহতের ঘটনা এবং এসব অভিযোগের ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি কারখানা কর্তৃপক্ষ।

গজারিয়া থানার ওসি মোল্লা সোয়েব আলী কালবেলাকে জানান, ওই শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে। এ ছাড়া পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com