সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

পুরোনো ছবি
পুরোনো ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে লাইনচ্যুত হওয়া ট্রেনের বগি ও ইঞ্জিন উদ্ধারকাজে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে লাইনচ্যুত দুটি বগি ও ইঞ্জিন লাইনে তুলে নিয়ে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ের কুলাউড়া সেকশনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. তৌফিকুল আজিম বলেন, দুপুর সাড়ে ১২টায় ভানুগাছ স্টেশন থেকে কালনী এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে  যাত্রা শুরু করে।

এর আগে এদিন সকালে লাইনচ্যুত ট্রেনের বগি ও ইঞ্জিন উদ্ধারে কাজ শুরু করে রেলওয়ের উদ্ধারকারী দল। কুলাউড়া ও আখাউড়া থেকে আসা দুটি উদ্ধারকারী ট্রেন ক্রেন দিয়ে লাইনচ্যুত বগি ও ইঞ্জিন রেললাইনে তুলে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। এ কাজের জন্য সকাল থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।

গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের আমতলী এলাকায় ঝড়ে উপড়ে পড়া গাছের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ধাক্কা খায়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।

ওই দিন রেললাইনের পাশে লাইনচ্যুত তিনটি বগি রেখে রাত ৮টার দিকে সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করে রেলওয়ে কর্তৃপক্ষ। পরে রোববার আবার বগিগুলো উদ্ধারে কাজ শুরু হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com