
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় আরও তিনটি মামলা হয়েছে। এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়াল ১৬টি। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় আরও আটজনসহ মোট ১৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের বোদা ও সদর থানায় করা মামলাগুলোতে নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ১০ হাজারের বেশি মানুষকে।
আজ শুক্রবার সকালে পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আজ জুমার নামাজের পর নতুন করে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য সকাল থেকেই কাদিয়ানি সম্প্রদায়ের আবাসস্থলসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কাদিয়ানিদের দুটি মসজিদের আশপাশে পর্যাপ্ত পুলিশ ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়।
এদিকে, গত ৩ মার্চের ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনো জেলাজুড়ে বিরাজ করছে গ্রেপ্তার আতঙ্ক। গ্রেপ্তারের সংখ্যাও বাড়ছে। পুলিশের পাশাপাশি গ্রেপ্তার অভিযান চালাচ্ছে র্যাব ও বিজিবি। তবে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে প্রকৃত জড়িত ব্যক্তি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।
আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) জলসা নিয়ে ওই সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
পুলিশ সুপার সিরাজুল হুদা বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ভিডিও ফুটেজ, গোয়েন্দা তথ্য, বিভিন্ন স্টিল ছবি যাচাইবাছাই করেই আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।