
আশাশুনিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভাতা কার্যক্রম, মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা-অসুবিধা, ক্যান্সার ও কিডনি সমস্যাসহ বিভিন্ন কঠিন রোগের সহায়তা নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিচালক (উপসচিব) ড. মোহাম্মদ মোক্তার হোসেন। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি।
সভায় ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান, মাওলানা আবু বক্কর, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, ওমর ছাকি ফেরদৌস পলাশ, শেখ জাকির হোসেন, জগদীশ চন্দ্র সানা, শাহ নেওয়াজ ডালিম, রুহুল কুদ্দুছ ও হাজী দাউদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।