কোটিপতি হতে ‘অ্যাপে বিনিয়োগ’, প্রতারণার শঙ্কায় হাজারও মানুষ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের চৌহালীতে কোটিপতি হওয়ার লোভে আইডিএ (IDA) অ্যাপে টাকা বিনিয়োগ করছেন হাজারো মানুষ। দেশে এর কোনো অফিস কিংবা ঠিকানা না থাকলেও অনলাইনের মাধ্যমে টাকা বিনিয়োগ করলেই লাভ হবে এই আশায় ঝুঁকছেন অনেকেই। বর্তমানে এই উপজেলায় অ্যাপটির গ্রাহক কয়েক হাজার।

এসব সাইটের অধিকাংশ পরিচালিত হচ্ছে—রাশিয়া, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ থেকে। বিদেশ থেকে পরিচালিত এসব সাইট  বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে এজেন্টরা। ফলে প্রচুর টাকা পাচার হয়ে চলে যাচ্ছে বিদেশে।

আইডিএ অ্যাপসে সর্বনিম্ন ১৪ হাজার  থেকে শুরু করে ইচ্ছেমতো বিনিয়োগ করা যায়। প্রতিদিন সর্বনিম্ন ৩০০ টাকা থেকে শুরু করে বিনিয়োগের টাকার ওপর ভিত্তি করে অ্যাকাউন্টে লাভের টাকা যোগ হচ্ছে।

উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়ন, সদর ইউনিয়ন, বাঘুটিয়া ইউনিয়নের চর নাকালিয়া, বিনানই, রেহাই পুখুরিয়াসহ আশপাশের এলাকায় অ্যাপটি ছড়িয়ে পড়েছে। এসব এলাকার শিশু থেকে বৃদ্ধ সবাই এই অ্যাপে আসক্ত হয়ে পড়ছেন।

কেউ কেউ গরু-ছাগল বিক্রি করে সুদের টাকা নিয়ে এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে  নতুন ফোন কিনে এই অ্যাপে বিনিয়োগ করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলার সর্বপ্রথম মো. ফরিদ হোসেন নামের এক যুবক বিনিয়োগ শুরু করেন।  তার মাধ্যমেই সারা উপজেলা ছড়িয়ে পড়ে।  নিজে আইডি খোলার পর ১০ জনকে রেফার করলে তিনি টিম লিডার হবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এই অ্যাপ ব্যবহারকারী অনেকেই জানান, ফরিদের মাধ্যমেই তারা এই অ্যাপের সন্ধান পান। এই অ্যাপে বিনিয়োগ করলে কয়েকগুণ লাভ পাওয়া যাবে, এই আশায় তারা বিনিয়োগ করেছেন। গত ফেব্রুয়ারিতে অনেকেই বেশি রেফার করায় আইফোনসহ দামি উপহার পেয়েছেন।

এ বিষয়ে কথা বলতে ফরিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

চৌহালী থানার ওসি হারুন অর রশিদ বলেন, মানুষকে প্রথমত সচেতন হতে হবে এবং আপনারা মানুষকে সচেতন করবেন। এ উপজেলায় যদি কেউ অবৈধ অ্যাপ ব্যবহার করে থাকে, তাদের আইনের আওতায় আনা হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com