আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে স্কুলের নিয়োগ বাতিল-সভাপতির অপসারণের দাবিতে বিক্ষোভ

বরিশালে স্কুলের নিয়োগ বাতিল-সভাপতির অপসারণের দাবিতে বিক্ষোভ

বরিশালের আগৈলঝাড়ায় একটি বিদ্যালয়ের নিয়োগ বাতিল ও সভাপতির অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা মাধ্যমিক বিদ্যালয়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ে ২০২২ সালের ২৮ ডিসেম্বর তিনটি শূন্য পদে বরিশাল জেলা স্কুলে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় সহকারী প্রধান শিক্ষক পদে ৬ জন, নৈশপ্রহরী পদে ৬ জন ও আয়া পদে ৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। সহকারী প্রধান শিক্ষক পদে মো. লিটন আকন, নৈশপ্রহরী পদে ফয়সাল মোল্লা ও আয়া পদে আশা আক্তার সাহানা লিখিত ও ভাইবা পরীক্ষার মাধ্যমে মনোনীত হন। এ বিষয়টি এলাকায় জানাজানি হলে নৈশপ্রহরী পদে নিয়োগপ্রাপ্ত ফয়সাল মোল্লার নিয়োগে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ তুলে এলাকাবাসীর মধ্যে বিক্ষোভ দেখা দেয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে এলাকাবাসী একজোট হয়ে রাংতা পূর্ব বাজার থেকে বিক্ষোভ মিছিল করে পশ্চিম বাজার হয়ে ওই বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন এলাকাবাসী।

এ সময় বিক্ষোভকারীদের মধ্যে ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আব্দুল জব্বার মোল্লা, ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রিপন সরদার, স্থানীয় রনজিৎ বৈদ্য, বিএম সাইদ হোসেন, মানিক ফকির, হাফিজুল মোল্লা, ছানিয়াত ফকির, সোহাগ সরদার, মহসিন সরদার, আদম আলী ফকির, মাঈনউদ্দিন সরদার, সুমন হাওলাদারসহ এলাকাবাসী জানান, ১৯৯৮ সালে এলাকাবাসীর সহযোগিতায় ওই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ভূমিদাতা নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব আব্দুল মান্নান হাওলাদার সভাপতি পদে রয়েছেন। ২০২২ সালের ২৮ ডিসেম্বর তিনটি শূন্য পদের নিয়োগ পরীক্ষায় নৈশপ্রহরী পদের জন্য এইচএসসি পাস আমিনুল ইসলাম ও এসএসসি পাস মুক্তিযোদ্ধার সন্তান সোহাগ হাওলাদারকে বাদ দিয়ে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে অষ্টম শ্রেণি পাস ফয়সাল মোল্লাকে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে।

তারা আরও জানান, ভূমিদাতা সাবেক সচিব আব্দুল মান্নান হাওলাদার নিজস্ব ক্ষমতাবলে ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত সভাপতি পদ দখল করে রেখেছেন। তাই বিক্ষোভকারীরা অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে নিয়োগের জন্য মনোনীত প্রার্থী বাতিলসহ ওই বিদ্যালয়ের সভাপতির অপসারণ দাবি করেন।

এ বিষয়ে ওই বিদ্যালয়ের অভিভাবকমণ্ডলীর সদস্য এসএম মিজানুর রহমান বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে নিয়োগ বাণিজ্যের অভিযোগ বিষয়টি জানতে পেরে সব শূন্য পদের জন্য মনোনীত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়নি।

নিয়োগ বাণিজ্য ও সভাপতির পদ থেকে অপসারণের দাবির বিষয়ে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব আব্দুল মান্নান হাওলাদার বলেন, নিয়োগ বাণিজ্যের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। বিদ্যালয়ের শূন্য পদের জন্য নিয়োগের বিষয়টি মেধার তালিকার ভিত্তিতে করা হয়েছে।

আর সভাপতির পদের বিষয়ে তিনি জানান, তিনি ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ভূমিদাতা। বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে রেজুলেশনের মাধ্যমে তাকে আজীবন সভাপতির পদ দিয়েছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি।

এ ব্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম নিয়োগ বাণিজ্যের কথা অস্বীকার করে বলেন, কোনো নিয়োগে আবেদন করার পর নিয়োগ না পেয়ে এ ধরনের কথা বলেন আবেদনকারী প্রার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুয়েট : সমসাময়িক প্রেক্ষাপট ও কিছু প্রশ্ন

ফিটনেস টেস্টে তরুণদের ভিড়ে মুশফিকের চমক

জেলা পর্যায়ে নিয়োগ দিচ্ছে সূর্যের হাসি, আবেদন ২৫ বছরে

ইসরায়েলকে ১ বিলিয়ন ডলারের অস্ত্রসহায়তা দিচ্ছে আমেরিকা

৫ দিনের ব্যবধানে হাতিরঝিলে ফের যুবকের মরদেহ উদ্ধার

মেঘনা নদীতে কর্ণফুলী-৩ লঞ্চে আগুন

ইসরায়েলের চার ব্যক্তি ও দুই সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা

স্বামীর প্রশংসা করার দিন আজ

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা বেড়েছে ৩১.২৫ শতাংশ

নিষেধাজ্ঞায় পড়া মার্তিনেজকে ছাড়াই সেমিফাইনাল খেলবে অ্যাস্টন ভিলা

১০

বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু হাসপাতালে

১১

হেলিকপ্টারে নতুন বউ আনলেন ছাত্রলীগ নেতা

১২

এবারের ঈদযাত্রায় সড়কে প্রাণ গেল ৪০৭ জনের

১৩

আইভীকে হুংকার হেফাজত নেতার / আমাদের মান-ইজ্জতে হামলা হয়েছে, সাবধান হয়ে যাও

১৪

নামছে পানির স্তর, বাড়ছে সংকট

১৫

মিশা-ডিপজলকে মালা পরিয়ে বরণ করলেন নিপুন

১৬

তীব্র গরমে প্রাথমিক বিদ্যালয়ের নতুন নির্দেশনা

১৭

সিরিয়ায় ফের শক্তি দেখাল আইএস, ২৮ সেনা নিহত

১৮

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

১৯

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর বিষয়ে যে সিদ্ধান্ত এলো

২০
*/ ?>
X