নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপিকে সমুচিত জবাব দেবে জনগণ : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপিকে সমুচিত জবাব দেবে জনগণ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপি নির্বাচনে না এসে নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ সমুচিত জবাব দেবে।’

‘আওয়ামী লীগের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না, এমনকি নির্বাচন হতে দেবে না’—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে মঙ্গলবার বিকেলে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনপি নির্বাচন করবে কি করবে না, এটা তাদের নিজস্ব ব্যাপার মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি একজন রাজনীতিবিদ হিসেবে মনে করি তাদের নিবাচন করা উচিত। নির্বাচনী আইন অনুযায়ী মেয়াদ শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ষড়যন্ত্র কিংবা ক্যান্টনমেন্টের শক্তি দিয়ে আর ক্ষমতায় আসা যাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা অতীতে দেখেছি ষড়যন্ত্রের মাধ্যমে যারা ক্ষময়তায় এসেছিল কিংবা ক্যান্টনমেন্টের শক্তি দিয়ে যারা ক্ষমতায় এসেছিল সেসব সরকারকে আমাদের আদালত অবৈধ ঘোষিত করেছে এটা দেশের মানুষ জানে। আইন ও আমাদের মানুষ বুঝে যে ক্ষমতার বদল করতে হলে তাকে জনতার রায় নিতে হবে। জনতার রায় সেই নির্বাচনের মাধ্যমেই। আমরা মনে করি, নির্বাচন কমিশন খুব শিগগিরই নির্বাচনের সিডিউল ঘোষণা করবে এবং সেখানে তারা (বিএনপি) আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার। আমি আগেই বলেছি; রাজনৈতিক দল হিসেবে তাদের নির্বাচনে আসা উচিত। আর তারা কি থ্রেট (হুমকি) দিল, এটা বাংলাদেশর মানুষ কোনোদিনই এসব আস্ফালন কিংবা কোনোকিছুই তোয়াক্কা করে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ সবসময় পিসলাভিং, তারা সবসময় শান্তি চায়, সমৃদ্ধি চায়, উন্নয়ন চায়- যেটা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়ে গেছেন। আমি সারা বাংলাদেশে ঘুরে বেড়াই। সারা বাংলাদেশের প্রতি জায়গার মানুষ মনে করেন যে, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন দেশ এগিয়ে যাবে। কাজেই এসব ভয়ভীতি দেখিয়ে বিএনপি নির্বাচন বানচাল করবে আর এদেশের মানুষ বসে থাকবে এটা কোনো সুষ্ঠু কথা হতে পারে না। নির্বাচন বানচালের চেষ্টা করলে এ দেশের মানুষ বিএনপিকে সমুচিত জবাব দেবে।’

নীলফামারীর চিলাহাটী স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল বলেন,‘এটা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে। আর বন্দর কর্তৃপক্ষ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নয়, এটির কর্তৃপক্ষ হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে শুধু ইমিগ্রেশন। এখানকার পোর্ট হলো আমাদের নৌ পরিবহন মন্ত্রীর অধীনে। যে কোনো পোর্ট স্থলবন্দর হোক কিংবা জলবন্দরই হোক সবই নৌ পরিবহন মন্ত্রীর। আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে শুধু ইমিগ্রেশন। কাজেই নৌ পরিবহন মন্ত্রী যে দিনই বলবেন সে দিনই আমার মন্ত্রণালয় থেকে এখানে ইমিগ্রেশন চালু হয়ে যাবে।’

এরপর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পিপিএমের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, রংপুরের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক মিজানুর রহমান, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কান্তিভূষণ কুণ্ডুসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের আহ্বান প্রধানমন্ত্রীর

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির দুই নেতাকে শোকজ

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাচ্ছে না ভারত!

যুক্তরাষ্ট্রের সামরিক বিমান আটকে দিল কুমির, ভিডিও ভাইরাল

কী আছে আজ আপনার ভাগ্যে

নাটোরে ইস্তিস্কার নামাজ আদায়

শ্রমিক সংকটে বোরো চাষিরা

২৮৮ সেনা-বিজিপি সদস্যদের মিয়ানমারে হস্তান্তর

পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা

৪০ দিন আগেও প্রস্তুত নয় বিশ্বকাপের ভেন্যু

১০

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

১১

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে কঠিন বার্তা হিজবুল্লাহর

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৩

বোরো আবাদে হিটশকের শঙ্কা

১৪

এসির ‘টন’ মানে কী?

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

প্রতীক বরাদ্দের আগেই পোস্টার বানিয়ে প্রচারে আ.লীগ নেতা

১৭

২৫ এপ্রিল : নামাজের সময়সূচি

১৮

সাতক্ষীরায় ৬০ বছর পর ৩৩ বিঘা সরকারি জমি উদ্ধার

১৯

দাবদাহে ঝরছে লিচুর মুকুল, দুশ্চিন্তায় দিনাজপুরে চাষিরা

২০
*/ ?>
X