
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে মাহমুদুল হাসান মাসুম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার গালিমপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কোটচাঁদপুর থানার ওসি মঈনুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
মাসুম যশোরের গদখালী এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি কালীগঞ্জে জাপান টোব্যাকো কোম্পানির স্টোর অফিসার ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মোটরসাইকেলে করে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুর হয়ে যশোরে যাচ্ছিলেন মাসুম। গালিমপুর মোড়ে পৌঁছালে একটি মাটি টানা ট্রাক্টরের চাকায় পিষ্ট হন।