কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বহিষ্কারের পর আবারও ভর্তি পরীক্ষা দিলেন খুনের প্রধান আসামি

বহিষ্কারের পর আবারও ভর্তি পরীক্ষা দিলেন খুনের প্রধান আসামি

২০১৬ সালের ১ আগস্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিহত ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ হত্যা মামালার প্রধান আসামি বিপ্লব চন্দ্র দাস আবারও ভর্তি হতে যাচ্ছেন কুবিতে। হত্যা মামলার ঘটনায় সে সময় তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে প্রশসান। হত্যাকাণ্ডের ছয় বছর পর আবারও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে যাচ্ছেন তিনি। আজ শুক্রবার ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সান্ধ্যকালীন কোর্সে ভর্তি পরীক্ষা দিয়েছেন তিনি।

জানা গেছে, বিপ্লব চন্দ্র দাস মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৬ সালের ১ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলনকে কেন্দ্র করে গোলযোগে গুলিবিদ্ধ হয়ে নিহত হন একই বিভাগের শিক্ষার্থী ও কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ। ঘটনার তিন দিন পর বিপ্লবকে রাজধানী থেকে অস্ত্রসহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি হিসেবে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন বিপ্লব চন্দ্র দাস। বর্তমানে তিনি জামিনে মুক্ত হয়ে কুবির সান্ধ্যকালীন স্নাতকোত্তর কোর্সে ভর্তির চেষ্টা করছেন।

এ ছাড়া বিপ্লব চন্দ্র দাসের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টিরও অভিযোগ রয়েছে। সবশেষ ২০২২ সালের ১ অক্টোবর তার নেতৃত্বে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় তাৎক্ষণিক হল বন্ধ করে ক্লাস পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে বিভিন্ন ইস্যুতে আবারও অঘটন ঘটানোর জন্য তাকে পৃষ্ঠপোষকতা করছে খোদ বিশ্ববিদ্যালয়েরই শিক্ষকদের একটি পক্ষ। এরই ধারাবাহিকতায় কতদিন আগে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার সন্তানকে সরিয়ে বহিষ্কৃত ছাত্র বিপ্লবকে মুক্তিযুদ্ধ মঞ্চের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। এরপরই বিপ্লব বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে উপাচার্যের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। নিজের অবস্থান তৈরি করতে স্থানীয় পুলিশ সুপার আব্দুল মান্নানকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

বিপ্লবের ভর্তির বিষয়ে জানতে চাইলে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আমজাদ হোসাইন সরকার বলেন, আমরা বিষয়টি জানতে পেরে তার ফল স্থগিত করেছি। এ বিষয়ে আমরা প্রশাসন থেকে জেনে পরবর্তী পদক্ষেপ নেব।

হত্যা মামলার প্রধান আসামি ও বহিষ্কৃত ছাত্রের ভর্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় নেবে কি না- এমন প্রশ্নে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে পারব না। প্রশাসনকে জানানো হলে তারা বসে সিদ্ধান্ত নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশে কর্মী প্রেরণে এজেন্সিকে মানবিক হতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

দাওয়াত না পেয়ে বিয়ে বাড়িতে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার 

‘অনিবন্ধিত অনলাইনের বিরুদ্ধে পদক্ষেপ নেব’

ডেনমার্কে ৪০০ বছরের ঐতিহাসিক ভবনে ভয়াবহ আগুন

মামলা দেওয়ায় বন কর্মকর্তা সাজ্জাদকে গাড়িচাপায় হত্যা করা হয়

সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর

বার্সার মাঠে বাঁচা-মরার লড়াই পিএসজির

তীব্র খরায় ঝরে পড়ছে আমের গুটি, শঙ্কায় চাষিরা

লেকচারার নেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, লাগবে না অভিজ্ঞতা

ঈদের আগে ৫১ শতাংশ কারখানায় শ্রমিকদের বেতন হয়নি / দুর্বল পরিকল্পনা ও অদক্ষ ব্যবস্থাপনাই বেতন দিতে না পারার কারণ

১০

কয়েক সেকেন্ডেই জবাব দেবে ইরান

১১

৪ দিন পর জবিতে পহেলা বৈশাখ উদযাপন, বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা 

১২

মায়ামি মাতলো সোলস

১৩

রাজধানীতে কালবৈশাখীর পূর্বাভাস

১৪

ফরিদপুরে দুর্ঘটনা / ফিটনেস ও রুট পারমিট ছাড়াই চলছিল সেই বাসটি

১৫

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

১৬

নির্বাচনের আগে উত্তাল এফডিসি

১৭

সিরাজগঞ্জে মৃদু তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ

১৮

ঢাকার শীর্ষসন্ত্রাসী জয়ের মালয়েশিয়ায় মৃত্যু

১৯

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, সাপ্তাহিক ছুটি ২ দিন

২০
*/ ?>
X