পদত্যাগ করেছেন রাসিক মেয়র লিটন

এএইচএম খায়রুজ্জামান লিটন।
এএইচএম খায়রুজ্জামান লিটন।ছবি : সংগৃহীত।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন পদত্যাগ করেছেন। রোববার দুপুরে তিনি পদত্যাগ করেন। আগামী ২১ জুন রাসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, মেয়র লিটনের পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন মেয়র দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত সিটি করপোরেশনের সব প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনকে অর্পণ করা হয়েছে।

২০১৮ সালের ৩০ জুলাই নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন লিটন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com