
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের বারগাঁও এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর আঘাতে আবুল কাসেম (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা রাতেই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
নিহতের পরিবারের দাবি, রাতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সেলিম মিয়া (৩৫) নামে এক যুবককে তুলে নিয়ে যাচ্ছিল। ওই সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে স্ত্রীকে নিয়ে বের হন প্রতিবেশী কাসেম। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সেলিমকে নিয়ে যেতে বাধা দেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আঘাত করলে তার মৃত্যু হয়।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এর বাইরে তারা কিছু জানেন না। এটি অন্য বাহিনীর কাজ। র্যাবের সংবাদ সম্মেলন থেকে বিস্তারিত জানা যাবে।